রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

এনা :   |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   902 বার পঠিত

দুইদিনব্যাপী জাতীয় কবিতা উৎসব শুরু

‘কবিতা মানে না বর্বরতা’ শ্লোগানে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে (হাকিম চত্বর) শুরু হয়েছে দুইদিনের জাতীয় কবিতা উত্সব। উদ্বোধনী দিনেই কবির বলা কথায় ও কবিতায় উচ্চারিত হলো শান্তির বারতা ও মানবতার জয়গান। উত্সবে বাংলাদেশের খ্যাতিমান নবীন-প্রবীণ কবিদের সঙ্গে অংশ নেন পৃথিবীর নানা প্রান্তের সাত দেশের ১৪ জন কবি ও লেখক।
উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় ছয়টি অধিবেশন। দিনব্যাপী বিভিন্ন পর্বে কবিরা পাঠ করেছেন কবিতা। অংশ নিয়েছেন কবিতার সঙ্গে শান্তি ও মৈত্রীর সম্পর্কবিষয়ক আলোচনায়। ছিল কবিতার গান। অন্য ভাষায় কবিতার উপস্থাপনায় অংশ নেন দেশের খ্যাতিমান বাকশিল্পীরা আবৃত্তি পর্বে। বহুমাত্রিক আয়োজনে সকাল থেকে রাত অবধি খ্যাতিমান কবিসহ নানা বয়সী কবিতাপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে উত্সবের প্রথমদিন প্রাঙ্গণ ছিল মুখর। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৩১তম উত্সবটি উত্সর্গ করা হয়েছে প্রয়াত তিন কবি—সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদকে।
গ্রন্থাগার চত্বর থেকে শোভাযাত্রা বের করার মধ্য দিয়ে শুরু হয় উত্সবের আনুষ্ঠানিকতা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধিতে নিবেদন করা হয় পুষ্পাঞ্জলি। এর আগে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রামে শহীদদের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অর্পণ করা হয় পুষ্পস্তবক। উত্সবস্থলে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও কবিতা পরিষদের পতাকা উত্তোলন করেন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। অনুষ্ঠান মঞ্চে উত্সবের ঘোষণাপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী। আহ্বায়কের বক্তব্য রাখেন রবিউল হুসাইন। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ। অনুষ্ঠান মঞ্চে শিল্পীরা পরিবেশন করেন একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এবং মুহাম্মদ সামাদ রচিত ও ফকির আলমগীরের সুরারোপিত উত্সব সঙ্গীত ‘কবিতা মানে না বর্বরতা। গানশেষে বিগত বছরের শুরু থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ও ভারতের শিল্প-সাহিত্য, সঙ্গীত, অভিনয়সহ নানা অঙ্গনের প্রয়াত কীর্তিমানদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কবি আমিনুর রহমান সুলতান। উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কথাশিল্পী ইমদাদুল হক মিলন, কবি নাসির আহমেদ, সাযযাদ কাদির, রবীন্দ্র গোপ ও বুলবুল মহলানবীশ।
কবি বেলাল চোধুরীর উত্সব উদ্বোধনের কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লা সিরাজী।
আসাদ চৌধুরী বলেন, ‘সৃজনশীলতার আদিরূপ নিয়ে তর্ক থাকলেও মানতেই হবে কবিতা তার একটি বড় অংশজুড়ে রয়েছে। কবিতা সত্য ও সুন্দরের কথাই বলে এসেছে, স্বপ্ন ও কল্পনার কথাই বলে এসেছে—আর তাই সবধরনের সংকটে কবিতা বাতিঘরের কাজ করেছে। উত্সব আহ্বায়ক রবিউল হুসাইন বলেন, ‘মানুষের মৌলিক অধিকারের কথা জানায় কবিতা। আবার মানুষের বর্বরতার বিরুদ্ধেও দাঁড়ায় কবিতা।’
সভাপতির বক্তব্যে মুহাম্মদ সামাদ বলেন, ‘কবিতার সদা বহমান অমৃতধারায় আত্মা পবিত্র হোক, মরুভূমি উর্বর হোক। ফুলে-ফলে, ধন-ধান্যে সতেজ-সবুজে ভরে উঠুক বসুন্ধরা।’
উদ্বোধনী আনুষ্ঠানিকতাশেষে ছিল ‘কবিতা মানে না বর্বরতা’ শীর্ষক মুক্ত আলোচনা। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের সভাপতিত্বে এতে অংশ নেন আমন্ত্রিত সাত দেশের কবিরা। তাদের মধ্যে ছিলেন ভারতের আশিস সান্যাল, চিন্ময় গুহ, বীথি চট্টোপাধ্যায়, কাজল চক্রবর্তী, রাতুল দেববর্মণ ও দিলীপ দাস। এ ছাড়া ছিলেন সুইডেনের ক্রিশ্চিয়ান কার্লসন, রাশিয়ার ড. আলেকজান্দ্রোভিচ পোগাদায়ে, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট এবং পুয়ের্তোরিকোর লুস মারিয়া লোপেজ, মারিয়া ডি লোস ও অ্যানজেলেস কামাকো রিভাস। আলোচনার সঙ্গে কবিকণ্ঠে কবিতাপাঠ পর্বটি হয়ে ওঠে অনেক বেশি আকর্ষণীয়। দ্বিতীয় পর্বে দিলারা হাফিজের সভাপতিত্বে কবিতাপাঠে অংশ নেন নিবন্ধিত কবিরা। তৃতীয় পর্বে আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে অংশ নেন বাংলাদেশের অন্য ভাষার কবিরা। চতুর্থ পর্বে শিহাব সরকারের সভাপতিত্বে অংশ নেন আমন্ত্রিত কবিরা। পঞ্চম পর্বে কবি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে অংশ নেন ভারতের আমন্ত্রিত কবিরা। প্রথম দিনের শেষ পর্ব অর্থাত্ আবৃত্তি পর্বে রামেন্দু মজমুদারের সভাপতিত্বে অংশ নেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা।
উত্সবের শেষদিন আজ বৃহস্পতিবার। বিকাল সাড়ে ৫টায় উত্সব মঞ্চে ২০১৬ সালের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার প্রদান করা হবে। জাতীয় কবিতা পরিষদ সম্মাননা প্রদান করা হবে বরেণ্য কবি বেলাল চৌধুরীকে এবং জাতীয় কবিতা পরিষদ পুরস্কার তুলে দেওয়া হবে কবি সাযযাদ কাদিরকে। এর আগে বেলা ১১টা থেকে ৭টি অধিবেশনে থাকবে সেমিনার, কবিতাপাঠ ও ছড়াপাঠ।

এনা/ইতে/পি ত্রম

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997