
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট | 974 বার পঠিত
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হচ্ছে জয়নুল উৎসব ও লোকজ মেলা।
সকাল নয়টায় শিল্পাচার্যের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি থাকবেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিনী জাহানারা আবেদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এ বছর ‘জয়নুল সম্মাননা-২০১৬’ প্রদান করা হবে ভারতের প্রখ্যাত শিল্পী অধ্যাপক যোগেন চৌধুরী এবং বাংলাদেশের প্রতিথযশা শিল্পী অধ্যাপক হাশেম খানকে।
অনুষ্ঠানে শিল্পী তারক গড়াইয়ের নির্মিত ভাস্কর্যের আবরণ উন্মোচন করা হবে।-বাসস।
Posted ৯:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel