
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 979 বার পঠিত
পদার্থবিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন তিন ব্রিটিশ বিজ্ঞানী। তারা হলেন—ডেভিড জে. থাওলেস, এফ ডানকান এম. হ্যালডেন এবং জে. মাইকেল কস্টারলিৎজ।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন বিজ্ঞানী পদার্থের বিচিত্র দশায় বদলে যাওয়ার স্বরূপ আবিষ্কারের মাধ্যমে এক অজানা জগতের দুয়ার উন্মোচন করেছেন। এই গবেষণায় সুপার কন্ডাক্টর, সুপার ফ্লুইড ও পালতা ম্যাগনেটিক ফিল্মের আচরণ বুঝতে উচ্চতর গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন তারা। তাদের এই উদ্ভাবন ইলেক্ট্রনিক্সে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
এর আগে সোমবার চিকিৎসাবিদ্যায় এবারের নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট। প্রাণিকোষ কীভাবে নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে, সেই আবিষ্কারের জন্য এ সম্মাননা পেয়েছেন জাপানের বিজ্ঞানী ইউশিনোরি ওসুমি।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এই তিন পদার্থবিজ্ঞানীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন ইউনির্ভাসিটি অব ওয়াশিংটনের অধ্যাপক থাওলেস। বাকিটা প্রিন্সটন ইউনির্ভাসিটির অধ্যাপক এম. হ্যালডেন ও ব্রাউন ইউনির্ভাসিটির অধ্যাপক মাইকেল কস্টারলিৎজ ভাগ করে নেবেন।
সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতিবছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।
বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্যে পুরস্কার বিজীয়র নাম কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে।
পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এই কণার ভর থাকার বিষয়টি আবিষ্কারের জন্য জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আর্থার বি ম্যাকডোনাল্ড গত বছর পদার্থে নোবেল পান।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel