তুহিন আহমদ পায়েল : | শুক্রবার, ২১ জুলাই ২০১৭ | প্রিন্ট | 956 বার পঠিত
দেশের জাতীয় ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়াজগত’ ম্যাগাজিনের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে ২০ জুলাই বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে চল্লিশ বছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে ক্রীড়া লেখক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়াবিদদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান শ্রী বীরেন শিকদার। তিনি বলেন, এক সময় ক্রীড়াজগত নিউজপ্রিন্ট কাগজে বের হতো। এখন বের হচ্ছে হোয়াইটপ্রিন্টে।
আগামীতে রঙিন করে ম্যাগাজিনটি বের করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। এছাড়া ম্যাগাজিনটির অনলাইন করতে এ ব্যাপারে যা যা দরকার করা হবে।
অনুষ্টানে ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আসাদুল ইসলাম, সাবেক সচিব এএসএম আলী কবীর, আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, আরচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবং ক্রীড়াজগতের সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল মঞ্চে ছিলেন।

চল্লিশ বছরের দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে ৪১তম বছরের প্রথম সংখ্যাটি ৯২জন ক্রীড়া লেখকের লেখনী দিয়ে সাজিয়ে প্রকাশ করা হয়েছে। একটি ক্রীড়া পাক্ষিক ম্যাগাজিনের প্রকাশনা ঘিরে এমন অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করেছে। ১৯৭৭ সালের ২০ জুলাই প্রথম সংখ্যা বের হয় ক্রীড়াজগতের। প্রথম প্রকাশিত প্রচ্ছদ কন্যা জিমন্যাস্ট খুরশিদা আকতার খুশী এসেছিলেন অনুষ্ঠানে।
দেশের ক্রীড়াঙ্গনের দলিল বলা হয় ক্রীড়াজগতকে। একটা সময় এই পত্রিকাটি দেশের তৃণমূল থেকে শুরু করে জাতীয় দলের সর্বোচ্চ পর্যায়ের খবরটিও এখানে পাওয়া যায়। ক্রীড়ানুরাগীরা এই ম্যাগাজিনটি প্রকাশের অপেক্ষায় থাকেন। এখান থেকে বেরিয়ে এসেছেন দেশের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক। মাঠে গিয়ে খেলার খবর তুলে আনতেন এক ঝাঁক তরুণ রিপোর্টার।
৪০ বছর পূর্তি অনুষ্টানে ক্রীড়ালেখক, বিশ্লেষক, ক্রীড়া সম্পাদক, সম্পাদকরাও উপস্থিত ছিলেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী ক্রীড়াবিদ ও সংগঠকরাও ছিলেন।
অনুষ্টানে ম্যাগাজিনে শুরু থেকে এখনও লিখে যাচ্ছেন মুহাম্মদ কামরুজ্জামান, কবি সানাউল হক খান এবং ইকরাম উজ্জামানকে সম্মাননা দেওয়া হয়। ইলেক্ট্রনিক সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান ইলেক্ট্রা কোম্পানিকে নিয়মিত ক্রীড়াজগত পত্রিকা প্রকাশে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয়।
টিএপি/ঢাকা
Posted ৯:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০১৭
America News Agency (ANA) | Payel