অনলাইন ডেস্ক : | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট | 886 বার পঠিত
বাংলা একাডেমি পরিচালিত তিন সাহিত্য পুরস্কার— সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৬, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৬ এবং কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার-২০১৫ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর বাংলা একাডেমির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই তিনটি পুরস্কার প্রদান করা হবে।
সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। পুরস্কারের অর্থমূল্য ৫০পঞ্চাশ হাজার টাকা। যা প্রদান করেছেন মরহুম সাহিত্যিক সা’দত আলি আখন্দের কন্যা তাহমিনা হোসেন।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কারে ভূষিত হয়েছেন কবি আবুবকর সিদ্দিক। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, যা প্রদান করেছেন অধ্যাপক মযহারুল ইসলামের পরিবার।
কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা, যার প্রদান করেছেন অধ্যাপক কবীর চৌধুরীর পরিবার।
Posted ১:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel