এনা : | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট | 974 বার পঠিত
সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে নীবিড় চিকিৎসায় ইংলিশ চ্যানেল বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাতারু মোশারফ হোসেন। মাথায় ও কোমরে ম্পাইনাল কর্ডের ডিস্কে আঘাত প্রাপ্ত হয়ে রয়েছেন ডাক্তারের পর্যবেক্ষণে। চলছে থেরাপি। হাঁটা চলা করতে পারেন না। শক্ত মনোবলের মোশারফ হোসেন বলেন, মানুষের দোয়ায় এখনো বেঁচে আছি। হাঁটতে পারছি না, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। স্ত্রী আনিলা মোশারফ জানালেন, ৩ ডিসেম্বর সন্ধ্যায় বাসায় ফিরছিলো সে। লসএ্যাঞ্জেলেসের ১১০ ফ্রি ওয়ে হাইওয়েতে প্রথমে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। মুহূর্তেই জ্ঞান হারায় মোশারফ। গাড়ি ঘুরতে থাকে। পরক্ষণেই আরো দুটি গাড়ি হিট করে। মিডল ডিভাইডারে গিয়ে গাড়ি আটকে যায়।
ফায়ার ফাইটাররা এসে গাড়ি কেটে উদ্ধার করে রক্তাক্ত জ্ঞানহীন মোশারফকে। নিয়ে যায় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। দুই মেয়ে মুশায়রা, সায়রা ও এক ছেলে আসিফের পিতা মোশারফ হোসেন অনেক দিন থেকেই বসবাস করছিলেন লসএ্যাঞ্জেলেসে। বাংলাদেশের ৭০/৮০ দশকের পুল কাঁপানো সুইমার মোশারফ ৮৬ সালে অর্জন করেছিলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার। আন্তর্জাতিক অঙ্গনে তিনি পরিচিত ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু হিসাবে। তিনি তার সুস্থ্যতার জন্য সকল বাংলাদেশীর কাছে দোয়া চেয়েছেন।
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel