রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টেলিভিশন শিল্পী-কুশলীদের মহাসমাবেশে ৫ দফা দাবি

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ৩০ নভেম্বর ২০১৬   |   প্রিন্ট   |   879 বার পঠিত

টেলিভিশন শিল্পী-কুশলীদের মহাসমাবেশে ৫ দফা দাবি

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে টেলিভিশন শিল্পী-কলাকুশলীদের ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে এফটিপিও তাদের পাঁচ দফা দাবি তুলে ধরে।
দাবিগুলো হলো- সরকারি চ্যানেলগুলোতে বাংলায় ডাবিং বিদেশি সিরিয়াল বা অনুষ্ঠানের প্রচার বন্ধ করতে হবে, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে ক্লায়েন্ট/এজেন্সির হস্তক্ষেপ ছাড়া চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির নূন্যতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ করতে হবে, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী-কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কাজ করতে হলে সরকারের অনুমতি এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোয় নিবন্ধিত হতে হবে। অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয় সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে। ডাউন লিংক ফিড/চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, মামুনুর রশীদ, গাজী রাকায়েত, সালাহ উদ্দিন লাভলু প্রমুখ।
এর পরপরই উপস্থিত শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
সংশ্লিষ্টরা জানায়, টিভি নাটকের বর্তমান সংকট উত্তরণে এফটিপিও নামে একই ছাতার নিচে এসে দাঁড়িয়েছে ১৩টি সংগঠন। এগুলো হলো টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন নাট্যকার সংঘ, অভিনয়শিল্পী সংঘ, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, টেলিভিশন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন, মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন লাইট হাউস অ্যাসোসিয়েশন, টেলিভিশন লাইট ক্র অ্যাসোসিয়েশন, সহকারী পরিচালক সমিতি, প্রযোজনা ব্যবস্থাপক সমিতি।
সমাবেশে স্বাগত বক্তব্যে এফটিপিওর আহ্বায়ক মামুনুর রশীদ বলেন, ‘এতদিন আমাদের সবার মধ্যে একাত্মতা ছিল না। কিন্তু আজ এখানে সবার উপস্থিতির মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো, আমরা চাইলে সংগঠিত হতে পারি। আমাদের কেউই ভগ্নাংশে পরিণত করতে পারবে না। আমাদের যে দাবি আছে তা পূরণে যেন সংশ্লিষ্টরা ঐকমত্য পোষণ করেন।’
এদিকে এফটিপিওর দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়েছে দেশের চলচ্চিত্র সংগঠনগুলো।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘যেখানে শিল্প বাঁচানোর লড়াই, সেখানে আমরা কেমন করে দূরে থাকি। এটা শুধু নাট্যকর্মীদের আন্দোলন নয়, এটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি বাঁচানোর লড়াই। যে কারণে আমরা চলচ্চিত্র অঙ্গনের পক্ষ থেকে শহীদ মিনারে এসেছি। পরিচালক সমিতি ছাড়াও সহকারী পরিচালক সমিতিও এ আন্দোলনের সঙ্গে একাত্মা হয়েছে।
সমাবেশে বক্তব্যের পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা।
পরিবেশনায় অংশ নেন চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, চিত্রলেখা গুহ, অপূর্ব, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শামীমা তুষ্টিসহ তারকা শিল্পীরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৩ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997