অনলাইন ডেস্ক : | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট | 924 বার পঠিত
শিল্পী ওয়াকিলুর রহমানের আঁকা ছবি নিয়ে গ্যালারি টোয়েন্টি ওয়ানে চলছে ছাপচিত্র প্রদর্শনী ‘ডিপ প্রিন্ট’। প্রদর্শনীতে ৩৮টি ছবি, ১৯৯৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত জার্মানি প্রবাসে ছবিগুলো এঁকেছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম।
‘ডিপ প্রিন্ট’ শিল্পীর জার্মানির জীবনের প্রলম্বিত যাত্রাকে ধারণ করে। মূলত ছাপচিত্রের কৌশল যেখানে রং ছাচে মূলপৃষ্ঠের তলদেশে প্রয়োগ করা ও বিভিন্ন প্রয়োগ প্রণালী।
প্রদর্শনীর ছাপচিত্রগুলো এচিং, অ্যাকুয়াটিন্টের ব্যতিক্রমী স্বতঃস্ফূর্ততায় জলরংয়ের মতো ফ্রি লাইনে ও পৃষ্ঠতলের আকৃতির সঙ্গে আন্দলিত উপযোগে সৃষ্ট। লাইন, টেক্সচার, কম্পোজিশন, গাঢ় রংয়ের প্রয়োগ ও একযোগে তৈরি প্যাস্টেল বর্ণের উদ্ধত সমীকরণে তার কাজগুলো উপভোগ্য হয়ে উঠেছে।
১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি। যেটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel