অনলাইন ডেস্ক : | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট | 906 বার পঠিত
ভারতের বিখ্যাত ফোক শিল্পী ড. স্বপন মুখার্জি ও বাংলাদেশের চন্দনা মজুমতার পরিবেশনায় সংগীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার। শনিবার রাজধানীর ছায়ানটে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই সংগীতায়োজন।
কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী ড. স্বপন মুখার্জি পশ্চিমবঙ্গে ফোক সংগীত সংগ্রহ ও গবেষণায় বিস্তৃত কাজ করেছেন। ফোক সংগীত বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়া ও জার্নাল প্রকাশের পাশাপাশি তিনি বৈষ্ণব বাউল, গম্ভীরা, আলকাপ ও বনবিবি গান শেখান। বাংলাদেশেরে ফোক ও সুফি ফেস্টিভ্যালে গান গাওয়ার পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন দলের সদস্য হিসেবে ভারতের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে গান গেয়েছেন। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতীয় সংগীত বিদ্যা বিহার তাকে সংগীত রত্ন পদকে ভূষিত করে।
বাংলাদেশের ফোক শিল্পী চন্দনা মজুমদার লালন সংগীতের বিশেষজ্ঞ। লালনভূমি খ্যাত কুষ্টিয়ায় জন্ম নেয়ায় চন্দনা তার বাবা নির্মল চন্দ্র মজুমদারের অনুপ্রেরণায় ফোক সংগীতে দীক্ষা নেন। লালন সংগীত ছাড়াও রাধারমণ, হাসন রাজা ও শাহ আব্দুল করিমের গানও তিনি গেয়ে থাকেন। মনপুরা সিনেমায় গান গেয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন। তার স্বামী কিরণ চন্দ্র রায়ও একজন বিখ্যাত বাউল শিল্পী।
শনিবার ছায়ানটের অনুষ্ঠানের কোনো এন্ট্রি ফি লাগবে না। ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার থেকে সবাইকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ১০:৪২ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel