অনলাইন ডেস্ক : | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬ | প্রিন্ট | 1312 বার পঠিত
জনপ্রিয় মডেল-অভিনেত্রী জান্নাতুল পিয়ার এখনকার সময় কাটছে ব্যস্ততায়। গত মাসের শেষে কলকাতায় উড়াল দিয়েছেন তিনি। বর্তমানে সেখানেই রয়েছেন। একটি বেসরকারি চ্যানেলের আয়োজনে নতুন একটি রিয়েলিটি শো-এর শুটিং করছেন।
শুধু পিয়া নন, তার সঙ্গে আছেন ছোটপর্দার আরও কয়েকজন পরিচিত মুখ। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াচ্ছেন কলকাতার নানা স্থানে। এদিকে, গেল অক্টোবর সংস্করণে বিশ্ববিখ্যাত ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়ে চমকে দিয়েছেন পিয়া। ওই অক্টোবরেই দক্ষিণ কোরিয়ায় একটি র্যাম্প শো-তে অংশ নেন এই আন্তর্জাতিক মডেল কন্যা। সেখানে বেশ প্রশংসিত হন।
কলকাতা থেকে পিয়া জানান, ‘সবমিলিয়ে বছরের শেষ সময়টা একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এ মাসের শেষের দিকে দেশে ফিরব। তারপর কিছুদিন পরিবারকে সময় দেব। নতুন বছরে নতুন করে আবার কাজে মনোযোগী হবো।’
শুধু মডেলিংয়ের গণ্ডিতে নিজেকে সীমাবদ্ধ রাখেননি পিয়া। কাজ করেছেন চলচ্চিত্রেও। সেখানেও রীতিমতো বাজিমাত করেছেন তিনি। তার অভিনীত প্রথম ছবি ছিল ‘চোরাবালি’। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিতেও অভিনয় করে আলোচনায় আসেন তিনি। আগামী বছরের প্রথমদিকেই পিয়া অভিনীত ‘ছিটমহল’ ছবিটি মুক্তি পাবে।
Posted ৩:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
America News Agency (ANA) | Payel