অনলাইন ডেস্ক : | সোমবার, ১০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 940 বার পঠিত
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসৌজন্যমূলক আচরণের জন্য বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
একই সাথে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সতর্ক করে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।
মাশরাফি-সাব্বিরকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
রোববার বাংলাদেশের ৩৪ রানে জেতা ম্যাচে ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলারকে এলবিডব্লিউ করেন তাসকিন আহমেদ। কিন্তু প্রথমে আম্পায়ার তাকে আউট দেননি। তখন বাংলাদেশর অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা আম্পায়ারের সিদ্ধান্ত পুন:বিবেচনা করার জন্য একটি রিভিউ নেন।
থার্ড আম্পায়ার যখন রিভিউ সিদ্ধান্ত দিচ্ছিল, তখন ড্রেসিং রুম থেকে বাংলাদেশের খেলোয়াড়রা সিগনাল পেয়ে যায় যে এটা আউট। তখন তারা বাটলারের দিকে তাকিয়ে সেলিব্রেট করে। সেটা ভাল লাগেনি ইংলিশ অধিনায়কের। তখন কড়া প্রতিক্রিয়া দেখান বাটলারও। তবে আইসিসি বাটলারকে সতর্ক করলেও মাশরাফি-সাব্বিরকে জরিমানা করে।
আইসিসির কোড অব কন্ট্রাক্টের ১ ধারা লঙ্ঘনের জন্য তাদের এই শাস্তি ঘোষণা করে আইসিসি।
বাটলার ২.১.৪ ধারা ও বাংলাদেশের দুই খেলোয়াড়কে কোড অব কন্ট্রাক্টের ২.১.৭ ধারা লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়।- চ্যানেল আই
Posted ৪:৩০ অপরাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel