অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1042 বার পঠিত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ টিটি ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। আজ দুপুরে ফাইনালে রুমেল খান ২-০ সেটে হারিয়েছেন বাসস-এর সৈয়দ মামুনকে।
এর আগে প্রথম সেমিফাইনালে সৈয়দ মামুন (বাসস) ২-০ সেটে জাফর ইকবালকে (সংগ্রাম) এবং দ্বিতীয় সেমিফাইনালে রুমেল খান ২-০ সেটে মুকিমুল আহসান হিমেলকে (চ্যানেল ২৪) হারিয়ে ফাইনালে পৌঁছান। । তৃতীয় স্থান নির্ধারনী খেলায় মুকিমুল আহসান হিমেল জাফর ইকবালকে হারিয়ে দেন।
সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান ছাড়াও কল্যাণ সম্পাদক জিলানী মিল্টন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদুল আলম, সাহাব উদ্দিন সাহাব, রাশিদা আফজালুন নেসা এসময় উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel