অনলাইন ডেস্ক : | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1625 বার পঠিত
লিপু খন্দকারের কথায়, বাসুদেব ঘোষের সুর ও মিউজিকে গান গাইলেন বাংলাদেশের আইডল মন্টি। গত সোমবার “কান্নার জল কেউ দেখে না” শিরোনামের এই গানটি রেকডিং হয় বিশিষ্ট সুরকার ও মিউজিক ডিরেক্টর বাসুদেব ঘোষের নিজের স্টুডিওতে। গানটি প্রসঙ্গে মন্টি বলেন, কান্নার জল কেউ দেখে না এই গানটি দিয়ে আমি আমার নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। আশা করি এই গানটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। আপনাদেরও ভাল লাগবে গানটি। লিপু খন্দকার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আমার জন্য তিনি এই গানটি লিখেছেন আরও কৃতজ্ঞ বাসুদেব ঘোষ দাদার কাছে তিনি সুর ও মিউজিক করেছেন এই গানটির জন্য।
গান প্রসঙ্গে লিপু খন্দকার বলেন, আমি সাংবাদিকতা করি মাঝে মাঝে মন থেকেই আবেগে কবিতা চলে আসে। তারই ধারাবাহিকতায় চিন্তা করলাম যে এগুলোতে কি স্মৃতি হিসেবে ধরে রাখা যায় কি না। তাই বাসুদার সাথে পরামর্শ করলাম দাদা গান লিখলে কেমন হয়। বাসুদার উৎসাহে শুরু করলাম এভাবে। আমার জীবনের প্রথম গানটির কন্ঠ দিলেন মন্টি। গানভক্ত শ্রোতাদের মন্টির এই গানটি অবশ্য ভাল লাগবে আশা করি।- বাংলাদেশ সময়
Posted ২:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel