মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশী তরুণী শারমিন আখতার

এনা   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭   |   প্রিন্ট   |   955 বার পঠিত

উইমেন অব কারেজ পুরস্কার পেলেন  বাংলাদেশী তরুণী শারমিন আখতার

ফার্স্ট লেডি মেলেনিয়ার কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন বাংলাদেশী শারমিন আখতার। ছবি- এনা।

বাল্য বিবাহে বাধ্য করতে পরিবারের প্রচেষ্টাকে রুখে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইমেন অব কারেজ পুরস্কার পেলেন বাংলাদেশী তরুণী শারমিন আখতার। গত ২৯ মার্চ বুধবার সকালে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করে শারমিন আখতার। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানোন উপস্থিত ছিলেন।

সারা বিশ্বে শান্তি, ন্যায় বিচার, মানবাধিকার, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার স্বীকৃতি হিসাবে ১৩ জন নারীকে এবার এ পুরস্কার দেয়া হয়।

পুরস্কার দেয়ার সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেন, এখানে যারা আমার সঙ্গে মঞ্চে রয়েছেন তারা সবাই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্যে লড়ছেন। লড়ছেন অন্যের অধিকারের জন্যও। তারা জেল- জরিমানা এমনকি মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে ন্যায়ের জন্যে যুদ্ধ করেছেন।

২০০৭ সাল থেকে উইমেন অব কারেজ পুরস্কার শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৬০ টি দেশের ১০০ জন নারীকে এ পুরস্কার দেয়া হয়।

বাল্য বিবাহের বিপক্ষে অবস্থানকারী এবং বাবা- মার অন্যায়ের প্রতিবাদকারী এই পুরস্কার পাওয়া বাংলাদেশী শারমিন আখতার রাজাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। লেখাপড়া শেষ করে সে আইনজীবী হতে চায়।

শারমিন আখতার ছাড়াও এ বছর এই পুরস্কার পেয়েছেন বতসোয়নার মালেবোগো মালেফে, কলম্বিয়ার নাতালিয়া পংক দে লিওন, ডেমক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রেবেকা কাবুঘো, ইরাকের জান্নাত আল ঘেজি, নাইজেরিয়ার মেজর আইচাতো ইসাকা উসমান, পাপুয়া নিউগিনির ভেরোনিকা সিমোগুন, পেরুর সিন্ডি আরলেত্তে কন্টোরাস বাতিস্তা, শ্রীলংকার সান্দিয়া একনেলিগোদা, সিরিয়ার সিস্টার ক্যারোলিন তাহান ফ্যাচাখ, তুরস্কের সাদেত ওজকান এবং ভিয়েতনামের নাগুয়েন নগোট নু কুইন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997