
এনা : | মঙ্গলবার, ২৭ মে ২০২৫ | প্রিন্ট | 19 বার পঠিত
টেক্সাসে ভিসা প্রতারণার অভিযোগে পাকিস্তানের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই।
ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদনে জানানো হয়, টেক্সাসে থাকা দুই পাকিস্তানির বিরুদ্ধে কয়েক বছর ধরে অভিবাসন সংক্রান্ত প্রতারণা এবং ভুয়া চাকরির প্রস্তাব ও ভুয়া ভিসা আবেদনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন আবদুল হাদি মুরশিদ (৩৯) ও মোহাম্মদ সালমান নাসির (৩৫)।
ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে দুজনের বিষয়ে তদন্ত চালায় এফবিআই ডালাস। সেই তদন্তের ভিত্তিতে তাদের হেফাজতে নেয় সংস্থাটি।
টেক্সাসের এক আইনি প্রতিষ্ঠান এবং রিলায়েবল ভেঞ্চার্স ইনকরপোরেটেড নামের একটি কোম্পানির সঙ্গে যোগসাজশে আমেরিকাকে ঠকানোর ষড়যন্ত্র এবং ভিসা প্রতারণা ও অর্থ পাচারের উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া র্যাকেটার ইনফ্লুয়েন্সড অ্যান্ড করাপ্ট অর্গেনাইজেশন্স-রিকো অ্যাক্টের আওতায়ও অভিযুক্ত করা হয় তাদের।
নর্দার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের অ্যাক্টিং ইউএস অ্যাটর্নি চাদ ই মিয়াচ্যাম দুজনের বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করেন।
ইন্ডিয়া টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুরশিদ ও নাসিরের বিরুদ্ধে অবৈধভাবে অ্যামেরিকার নাগরিকত্ব নেওয়ার অভিযোগও আছে।
দুজনকে গ্রেপ্তারের বিষয়ে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল।
এতে তিনি জানান, এফবিআই ডালাস বড় ধরনের গ্রেপ্তার সম্পন্ন করেছে। টেক্সাসের বাসিন্দা আবদুল হাদি মুরশিদ ও সালমান নাসিরের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি প্রতিষ্ঠান তদারকি ও পরিচালনা এবং অ্যামেরিকার অভিবাসন আইনকে পাশ কাটিয়ে ভুয়া ভিসা আবেদন বিক্রির অভিযোগ আছে।
Posted ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ মে ২০২৫
America News Agency (ANA) | ANA