
এনা : | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ | প্রিন্ট | 13 বার পঠিত
সিডিপ্যাপ প্রোগ্রামের সেবা দিচ্ছে পিপিএল। পাশাপাশি অন্যান্য কোম্পানিও যাতে এফআই হিসেবে সেবা দিতে পারে, সে জন্য একটি বিল পাস হলেও এখন পর্যন্ত এটি কার্যকর হয়নি। পিপিএল তার আগের এফআই দ্বারাই সেবা দিচ্ছে। পিপিএলে নিবন্ধন করার শেষ সময় ছিল ১৫ মে। পিএদের অনেকেই এখনো নিবন্ধন করেননি। পিপিএলে নিবন্ধনের সময়সীমা ২০ জুন পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। আদালত এই সময়সীমা বাড়িয়েছেন।
২০ মে ফেডারেল আদালতের বিচারক একটি আদেশ জারি করেছেন, যাতে পক্ষগুলোকে আলোচনার জন্য এবং পিআই বাড়ানোর জন্য একটি প্রস্তাবের সময়সূচি নির্ধারণের অনুরোধ করা হয়েছে। ২০ মে ফেডারেল আদালতের বিচারক ফ্রেডরিক ব্লক এনজেসার এট আল বনাম ম্যাকডোনাল্ড আইন মামলায় প্রাথমিক নিষেধাজ্ঞা ২০ জুন পর্যন্ত বাড়িয়েছেন এনওয়াইএলএজি ৬ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রাথমিক নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব করে একটি প্রি-মোশন লেটার দাখিল করার পর। বিচারক পক্ষগুলোকে আলোচনা করে প্রাথমিক নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য একটি মোশন শিডিউল নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে কমিটেড হোম কেয়ারের ভাইস চেয়ারম্যান গিয়াস আহমেদ বলেন, পিপিএলের মাধ্যমে যারা সিডিপ্যাপের সেবা দিচ্ছেন, এর বাইরেও এখনো কিছু কিছু মানুষ আছেন, যারা কেস স্থানান্তর করেননি। তারা চাইলে ২০ জুনের মধ্যে কেস স্থানান্তর করতে পারবেন।
বারী হোম কেয়ারের সিইও ও চেয়ারম্যান আসেফ বারী টুটুল বলেন, নিউইয়র্কে নতুন একটি বিল পাস হয়েছে। এই বিল পাস হওয়ায় নতুন নতুন কিছু প্রতিষ্ঠান সিডিপ্যাপ সেবা দেওয়ার যোগ্য হবে। তারা সরাসরি সেবা দেবে না, সেবা দেবে পিপিএল। তারা পিপিএলের কাছে নতুন নতুন মানুষকে নিবন্ধন করবে কিংবা এখনো যারা নিবন্ধন করেনি, তাদেরকে নিবন্ধন করতে সহায়তা করবে।
১৯ মে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ ঘোষণা করে, স্টেটজুড়ে বর্তমানে কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (সিডিপ্যাপ) জন্য অনুমোদিত ২ লাখ ৯ হাজারেরও বেশি গ্রাহক ৬ জুন ট্রানজিশনের সময়সীমার আগেই নতুন আর্থিক মধ্যস্থতাকারী, পাবলিক পার্টনারশিপস এলএলসির (পিপিএল) সঙ্গে সফলভাবে নিবন্ধন করেছেন। এ ছাড়া ২ লাখ ৩ হাজারেরও বেশি ব্যক্তিগত সহকারী আপডেটেড কাঠামোর অধীনে যত্ন প্রদান চালিয়ে যাওয়ার জন্য পিপিএলের সঙ্গে নিবন্ধন করেছেন।
নিউইয়র্ক স্বাস্থ্য কমিশনার ড. জেমস ম্যাকডোনাল্ড বলেছেন, জানুয়ারিতে ট্রানজিশন শুরু হওয়ার পর থেকে আমরা সফলভাবে নিশ্চিত করেছি যে লাখ লাখ নিউইয়র্কবাসী, যারা হোম কেয়ারের ওপর নির্ভরশীল, তারা এই প্রয়োজনীয় পরিষেবাগুলো পেতে থাকে। তিনি আরও বলেন, পিপিএলের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা আরও জবাবদিহিমূলক এবং টেকসই সিডিপ্যাপ সিস্টেম তৈরি করছি, যা গ্রাহকদের সুরক্ষা দিচ্ছে এবং অনিয়ন্ত্রিত খরচ বৃদ্ধি ও অপব্যবহারের অবসান ঘটাচ্ছে।
সূত্র: ঠিকানা
Posted ৮:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
America News Agency (ANA) | ANA