রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘে আগামী বছরের জন্য ৩.৭২ বিলিয়ন বাজেট অনুমোদন

এনা :   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12715 বার পঠিত

জাতিসংঘে আগামী বছরের জন্য  ৩.৭২ বিলিয়ন বাজেট অনুমোদন

জাতিসংঘের জেনারেল এ্যাসেম্বলিতে ৭৯ তম অধিবেশনে ২০২৫ সালের জন্য জাতিসংঘের জন্য  ৩.৭২ বিলিয়ন বাজেট অনুমোদন করেছে। সেই সাথে জেনারেল অ্যাসেম্বলি ২৪ ডিসেম্বর ৭৯ তম অধিবেশনের মূল অংশটি শেষ হয়েছে। সেখানে আগামী বছর জাতিসংঘের জন্য  ৩.৭২ বিলিয়ন বাজেট অনুমোদন করার পাশাপাশি বং ল্যান্ডলকড উন্নয়নশীল দেশগুলিকে সমর্থন করার জন্য নতুন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতিসংঘের সূত্র জানা গেছে, ২০২৫-অর্থ বছরের জন্য যে বাজেট অনুমোদন করা হলো। এই বাজেট অর্থ্যাৎ অনুমোদিত ৩.৭২ বিলিয়ন নিয়মিত বাজেট অ্যাসেম্বলির পঞ্চম কমিটির কাছে মহাসচিবের অক্টোবরের প্রস্তাবের তুলনায় প্রায় এক মিলিয়ন বেশি। এটি প্রশাসনিক এবং বাজেট সংক্রান্ত বিষয়গুলি তত্ত্বাবধান করে। আরো জানা গেছে, প্রস্তাবিত বাজেট পেশ করার পর থেকে জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থাগুলির অন্যান্য রেজুলেশন এবং সিদ্ধান্তগুলি গ্রহণের পরে এটিতে প্রযুক্তিগত সমন্বয়ও অন্তর্ভুক্ত রয়েছে। তাই ২০২৫ এর জন্য মোট বাজেট বরাদ্দের পরিমাণ যা ৩৭১কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৬’শ ডলার। চলত সপ্তাহে এটি পাস হলো।

জাতিসংঘ তার এই বাজেট বিভিন্ন পোগ্রামে খরচ করে। এর মধ্যে বিভিন্ন বিষয় জড়িত রয়েছে। এই নিয়মিত বাজেট রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক ন্যায়বিচার ও আইন, উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার ও মানবিক বিষয় এবং জনসাধারণের তথ্য সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে জাতিসংঘের কর্মসূচিতে অর্থায়ন করে। জাতিসংঘ বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন করার পাশাপাশি তার একটি নিয়মিত কাজের অংশ হচ্ছে শান্তিরক্ষা কার্যক্রম। এই শান্তি রক্ষা কার্যক্রমের জন্য একটি আলাদা বাজেট রাখে। আর এটি ১ জুলাই থেকে ৩০ জুন আর্থিক বছর হিসাবে ধরা হয়।

বাজেট এর অনুমোদনের পাশাপাশি ল্যান্ডলকড উন্নয়নশীল দেশগুলিকে সমর্থন করার জন্য নতুন একটি কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচীটি এলএলডিসিগুলির জন্য কর্মসূচী হিসাবে করা হয়েছে। এটি একটি আলাদা পদক্ষেপ। জেনারেল এ্যাসেম্বলী ২০২৪-২০৩৪ এই দশ বছরের জন্য ল্যান্ডলকড উন্নয়নশীল দেশগুলোর জন্য গ্রহীত কর্মসূচী গ্রহণ করে। এর মাধ্যমে খোলা সমুদ্রে সরাসরি প্রবেশাধিকার ছাড়াই দেশগুলির মুখোমুখি অনন্য চ্যালেঞ্জগুলি মোকাবেলা করা।

নতুন গৃহিত এই কর্মসূচী বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি রয়েছে সার্বাধিক বিবেচনায়। এরমধ্যে রয়েছে, উদ্ভাবন এবং কাঠামোগত রূপান্তরের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রচার, আঞ্চলিক বাণিজ্য একীকরণ বাড়ানো, পরিবহন সংযোগ উন্নত করা, জলবায়ু স্থিতিস্থাপকতা তৈরি করা এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিশ্চিত করা।

নতুন কাঠামো তৈরি করা হয়েছে ভিয়েনা প্রোগ্রাম অফ অ্যাকশন (২০১৪-২০২৪) এবং আলমাটি প্রোগ্রাম অফ অ্যাকশন (২০০৩) এর উপর। যা এলএলডিসিগুলিকে জর্জরিত ক্রমাগত বাঁধাগুলি মোকাবেলার জন্য ভিত্তি তৈরি করেছে।  আর এই কর্মসূচী বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিতে পারলে আগামী দিনে অনেক সমস্যা কমে আসবে বলেও জাতিসংঘের সংশ্লিস্টরা মনে করছেন।

স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশগুলি (এলএলডিসি) বাণিজ্য ও উন্নয়নে উল্লেখযোগ্য বিভিন্ন ধরণের বাধাঁর সম্মুখীন হয়, ট্রানজিট দেশগুলির উপর নির্ভর করে, যা উচ্চ বাণিজ্য ব্যয়, বিলম্ব এবং বিশ্ব বাজারে প্রতিযোগিতার হ্রাসের দিকে পরিচালিত করে। এই সব কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্তও হয়। এই কর্মসূচীর মাধ্যমে অনেক দেশ উপকৃত হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:২৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997