রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতিসংঘের সাধারণ পরিষদ মাইলফলক সাইবার অপরাধ চুক্তি গ্রহণ

এনা :   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12710 বার পঠিত

জাতিসংঘের সাধারণ পরিষদ মাইলফলক সাইবার অপরাধ চুক্তি গ্রহণ

জাতিসংঘের সাধারণ পরিষদ সাইবার অপরাধের বিরুদ্ধে জাতিসংঘে একটি কনভেনশন গ্রহণ করেছে। এর মাধ্যমে সাইবার অপরাধ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। এই লক্ষ্য অর্জনের পাশাপাশি এবং ডিজিটাল হুমকি থেকে সমাজকে রক্ষা করার লক্ষ্যে একটি যুগান্তকারী বৈশ্বিক চুক্তি। আশা করা হচ্ছে সাইবার অপরাধ নিরসওে এই চুক্তিটি একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এই চুক্তিটি জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলির পাঁচ বছরের প্রচেষ্টার ফসল বলা যায়। এই চুক্তিটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তির চুক্তি। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির পাঁচ বছরের প্রচেষ্টার পাশপাশি এতে নাগরিক সমাজ, তথ্য সুরক্ষা বিশেষজ্ঞ, একাডেমিয়া এবং বেসরকারী খাতের অবদান রয়েছে। ২৪ ডিসেম্বর এটি গ্রহণ করা হয়। সাইবার ক্রাইমের বিরুদ্ধে কনভেনশনটি ২০২৫ সালে হ্যানয়, ভিয়েতনামে আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হবে। সেখানে এটি ৪০ তম স্বাক্ষরকারীর দ্বারা অনুসমর্থন পেলে এর ৯০ দিন পরে কার্যকর হবে।

এ্যাগেইন্টস সাইবার ক্রাইম কনভেনশন গ্রহণকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস স্বাগত জানিয়েছেন। এটি  প্রথম আন্তর্জাতিক অপরাধমূলক বিচার চুক্তি যা নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে আলোচনা করা হয়েছে। এক বিবৃতিতে তার মুখপাত্র উল্লেখ করেছেন, এই চুক্তিটি কঠিন সময়ে সফল হওয়া বহুপাক্ষিকতার একটি প্রদর্শন। এবং সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রচারে সদস্য রাষ্ট্রগুলির সম্মিলিত ইচ্ছাকে প্রতিফলিত করে। কনভেনশন অনলাইনে মানবাধিকার রক্ষা করার সময় প্রমাণ দেয়ার পাশাপাশি, ভিকটিমদের সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে সহযোগিতা করার জন্য একটি অভূতপূর্ব প্ল্যাটফর্ম তৈরি করবে। অনলাইনে মানুষের মানবাধিকার রক্ষার ক্ষেত্রেও সেফগার্ড হিসাবে কাজ করবে। জাতিসংঘ মহাসচিব বিশ্বাস করেন নতুন চুক্তি একটি নিরাপদ সাইবারস্পেসকে উন্নীত করবে। সব রাষ্ট্রকে কনভেনশনে যোগদান করার জন্য এবং প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সহযোগিতায় এটি বাস্তবায়ন করার আহ্বান জানান।

সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং নতুন কনভেনশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মনে করেন, আমরা একটি ডিজিটাল বিশ্বে বাস করি, যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমাজের উন্নয়নের জন্য প্রচুর সম্ভাবনা রয়েছে, কিন্তু সাইবার অপরাধের সম্ভাব্য হুমকিকেও বাড়িয়ে দেয়। এই কনভেনশনটি গৃহীত হওয়ার সাথে, সদস্য রাষ্ট্রগুলির হাতে সাইবার অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য হাতিয়ার এবং উপায় রয়েছে, অনলাইনে মানুষ এবং তাদের অধিকার রক্ষা করা।

জাতিসংঘের ড্রাগস এ্যান্ড ক্রাইম সংক্রান্ত অফিসের (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক ঘাডা ওয়ালি এটি চুক্তিটি গ্রহণকে বহুপাক্ষিকতার জন্য একটি মেজর ভিক্টরী হিসাবে অবিহিত করেন। তিনি মনে করেন, অপরাধ মোকাবেলায় আমাদের প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে অনলাইনে শিশু যৌন নির্যাতন, অত্যাধুনিক অনলাইন স্ক্যাম এবং অর্থ পাচারের মতো বিষয়গুলোতে।

সাইবার ক্রাইমের বিরুদ্ধে কনভেনশন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) অপব্যবহার দ্বারা সৃষ্ট উল্লেখযোগ্য ঝুঁকিগুলিকে স্বীকার করে, যা অভূতপূর্ব স্কেল, গতি এবং সুযোগে অপরাধমূলক কার্যকলাপকে সক্ষম করে।

এই কনভেনশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সাইবার অপরাধ নিমূর্লে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি রাষ্ট্র, উদ্যোগ এবং ব্যক্তি ও সমাজের মঙ্গলের উপর এই ধরনের অপরাধের বিরূপ প্রভাবগুলি তুলে ধরে এবং সন্ত্রাস, মানব পাচার, মাদক চোরাচালান এবং অনলাইন আর্থিক অপরাধের মতো অপরাধ থেকে তাদের রক্ষা করার ব্যাপারে ভূমিকা রাখবে। এটি সাইবার ক্রাইমের শিকার ব্যক্তিদের  বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যারা দূর্বল জনগোষ্ঠী তাদেরকে বিচারের ক্ষেত্রে অগ্রাধিকার দিবে। এটি বিভিন্ন দেশ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে প্রযুক্তিগত সহায়তা, সক্ষমতা-নির্মাণ এবং সহযোগিতার প্রয়োজনীয়তার উপর দিয়েছে।

উল্লেখ্য, গোটা বিশ্বব্যাপী এখন সাইবার ক্রাইমের আতঙ্ক চলছে। কেউ অসতর্ক হলেই যে কোন সময়ে অনলাইনে বিপদে পড়তে পারেন। নিজের ব্যক্তিগ তথ্য ফাঁশ হওয়ার পাশাপাশি তার বিভিন্ন অপরাধীর কাছে চলে যাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরণের অপরাধের শিকার হতে পারেন। হারাতে পারেন অর্থ। সম্পদও। সাইবার ক্রাইমের শিকার হওয়ার কারণে তার আর্থিক সংস্থার কাছে দেওয়া  বিভিন্ন তথ্য প্রকাশিত হতে পারে। সাইবার অপরাধীরা সেই সব তথ্য সংগ্রহ করে নানা ধরনের অপরাধ করতে পারেন। সাইবার ক্রাইম তেকে মানুষেকে বাঁচানোর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997