রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে জনসংখ্যার সর্বোচ্চ বৃদ্ধি

এনা :   |   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   12715 বার পঠিত

যুক্তরাষ্ট্রে জনসংখ্যার সর্বোচ্চ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা এই বছর ৩.৩ মিলিয়ন বেড়েছে, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি। গত ২ দশকে যুক্তরাষ্ট্রে জনসংখ্যার সপ্তাহে প্রকাশিত মার্কিন সেন্সাস ব্যুরো তথ্য অনুসারে একথা জানা গেছে।

ব্যুরো জানায়, এবার মোট জনসংখ্যার প্রায় ১% বৃদ্ধি পেয়েছে। এটা ২০০১ সাল থেকে জনসংখ্যার দ্রুততম বার্ষিক বৃদ্ধি চিহ্নিত করেছে এবং দেশের মোট জনসংখ্যা ৩৪০ মিলিয়নে নিয়ে এসেছে। প্রায় প্রতিটি রাজ্যে মানুষের সংখ্যা বেড়েছে। ২০২১ সালে রেকর্ড কম ০.২% বৃদ্ধি হয়েছে। ওই সময় কোভিড-নাইনটিন মানুষের ভ্রমণ সীমাবদ্ধ করেছিল।

২০২৩ ও ২০২৪ সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির ৮৪% জন্য দায়ী আন্তর্জাতিক অভিবাসন। এ বছর ২.৮ মিলিয়ন লোক আইনগত এবং অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে। ব্যুরো জানায়, এই বৃদ্ধির বড় একটি কারণ হলো, মানবিক কারণে প্রবেশের অনুমতিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করাসহ নেট অভিবাসন গণনা করার পদ্ধতির পরিবর্তন।

ব্যুরোর কর্মকর্তা ক্রিস্টিন হার্টলি বলেন, ‘অভিবাসন সম্পর্কিত ফেডারেল ডেটা উৎসগুলোর উন্নত একীকরণ আমাদের অনুমান পদ্ধতিকে উন্নত করেছে। এই আপডেটের মাধ্যমে, আন্তর্জাতিক অভিবাসনের সাম্প্রতিক বৃদ্ধি কীভাবে দেশের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধিকে প্রভাবিত করছে তা আমরা আরও ভালভাবে বুঝতে পারি।’

এই বছর মার্কিন জনসংখ্যা বৃদ্ধিতে আরেকটি অবদান জন্মহার। এই জন্মহার ২০২১ সালে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পর থেকে আবার বেড়েছে।

এ বছর জন্মের সংখ্যা প্রায় ৫ লাখ ১৯ হাজার যা মৃত্যুকে ছাড়িয়ে গেছে।

তেত্রিশটি রাজ্য এবং কলাম্বিয়া ডিস্ট্রিক্টে মৃত্যুর চেয়ে বেশি জন্ম হয়েছে। এর আগে ২০২৩ সালে জন্ম বেশি হয়েছিল ৩১টি রাজ্যে এবং ২০২২ সালে ২৫টিতে। এই বছর সবচেয়ে বেশি জন্মহার ছিল টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে। এ ছাড়া

পেনসিলভানিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ফ্লোরিডায় মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997