
এনা : | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 12717 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের কাছে আগ্নেয়াস্ত্র হাতে এক লোককে দেখে রোববার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি বর্ষণ করে। ট্রাম্প তখন গলফ খেলছিলেন, তবে তিনি নিরাপদ আছেন বলে দু’জন আইনশৃঙ্খলা রক্ষাকারী অফিসার জানিয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকার ফেডেরাল গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছে তারা ঘটনাকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীকে ‘হত্যা করার প্রচেষ্টা হিসেবে’ তদন্ত করছে।
সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তাকে নিকটবর্তী আরেক কাউন্টি থেকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর অফিসাররা আটক করে। অফিসাররা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারদের একজন জানান, ট্রাম্পের গলফ কোর্সের কাছে ঘটনাস্থল থেকে একটি এক-ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, ট্রাম্প যখন খেলছিলেন, তখন গলফ কোর্স আংশিক বন্ধ রাখা হয়েছিল। ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা তার কিছু দূর আগে ছিলেন, তখন তারা আগ্নেয়াস্ত্রসহ লোকটিকে খেয়াল করেন।
তারা বলেন, দেখে মনে হচ্ছিল ওই ব্যক্তি অস্ত্রের নল বেড়ার ভেতর দিয়ে ঢুকাচ্ছিল, এবং তখনই এজেন্টরা গুলিবর্ষণ করে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস বলছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং ঘটনা স্থানীয় সময় দুপুর ২টার একটু আগে ঘটে। এছাড়া ‘সাবেক প্রেসিডেন্ট নিরাপদ আছেন,’ বলেও নিশ্চিত করে তারা।
হোয়াইট হাউসে স্বস্তি
হোয়াইট হাউস থেকে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, দুজনকেই ঘটনা সম্পর্কে অবগত করা হয়েছে। তাদেরকে তদন্ত সম্পর্কে জানানো হচ্ছে।
হোয়াইট হাউস বলেছে, ট্রাম্প নিরাপদ আছেন জেনে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট স্বস্তি প্রকাশ করেছেন। এছাড়াও ‘আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই’ বলেও উল্লেখ করা হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রিপাবলিকান দলের সেনেটর লিন্ডসে গ্রেহাম সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় বলেন, ঘটনার পর তার ট্রাম্পের সাথে কথা হয়েছে এবং ট্রাম্পের ‘মনোবল চাঙ্গা’ আছে। তিনি ট্রাম্পকে ‘আমার জানা সব চেয়ে শক্তিশালী লোকদের একজন’ বলেও বর্ণনা করেন।
হেফাজতে সন্দেহভাজন
মার্টিন কাউনটি শেরিফের দপ্তর রোববার এক ফেসবুক পোস্টে জানায়, তারা মহাসড়ক ইন্টারস্টেট-৯৫তে একটি গাড়ি থামায় এবং একজন সন্দেহভাজনকে তাদের হেফাজতে নিয়েছে। গুলিবর্ষণের ঘটনায় এই লোক জড়িত থাকতে পারে বলে তাদের বিশ্বাস।
উল্লেখ্য, দুই মাস মতো আগে পেনসিলভানিয়া রাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। ওই সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায়।
Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
America News Agency (ANA) | ANA