রবিবার ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে শেষ হলো দুই দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন

এনা :   |   শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   12710 বার পঠিত

নিউইয়র্কে শেষ হলো দুই দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন

নিউইয়র্কে শেষ হলো ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশে বন্যা দুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হয়। আর এতে সাড়া দিয়েছেন প্রবাসীরা। দুই দিনে সংগ্রহ হয়েছে এক হাজার ৮৩৮ ডলার, যা বাংলাদেশি টাকায় দুই লাখ ২০ হাজার। এই অর্থ শিগগির প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গত ২৪ আগস্ট শনিবার সম্মেলনের প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও মঞ্চের পরিবেশনা ছিল চমৎকার। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বাংলাদেশে সাম্প্রতিক গণআন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। জনপ্রিয় শিল্পী প্রিয়া ডায়েস অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।

নিউইয়র্কের জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে শোটাইম মিউজিক আয়োজিত বাংলাদেশ সম্মেলনের প্রথম দিনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল পোশাকের স্টল। ছিল বাঙালি খাবারের স্টলও। বন্যা দুর্গতদের সহায়তায় সব প্রবাসী যাতে সহায়তার হাত বাড়ান, এ জন্য সম্মেলনে কোনো প্রবেশ মূল্য রাখা হয়নি। অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোকেয়ারের কর্ণধার ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ। এসময় মূলধারার রাজনীতি মোহাম্মদু ফখরুল ইসলাম দেলোয়ারসহ বাংলাদেশি কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। সংস্কৃতিকর্মী বাবু জামান ও মিয়া মোহাম্মদ দুলালের সঞ্চালনায় সম্মেলনে আলোচনা পর্বে অংশ নেন মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, সাংবাদিক আকবর হায়দার কিরণ, সাংবাদিক ও সমাজকর্মী রওশন হক এবং অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

সম্মেলন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই তারকা শিল্পী কৃষ্ণা তিথি এবং ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী নীলিমা শশী। এছাড়া ত্রিণিয়া হাসান, শামীম সিদ্দিকী, রায়ান তাজ, প্রমি তাজ, নীপা জামান, প্রেমা, অনিক রাজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।

গত ২৫ আগস্ট রোববার বাংলাদেশ সম্মেলনের শেষ দিনে উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। এদিন ছিল কাব্য জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবি রওশন হাসানের সঞ্চালনায় কাব্য জলসায় প্রবাসের কবি ও লেখকেরা অংশ নেন।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন ফোকসঙ্গীত শিল্পী লায়লা, বিন্দুকণা, মিতু মাহমুদ, শাহ মাহবুব, আফতাব জনি, চন্দন চৌধুরী, পুলক, কামরুজ্জামান বকুল, তাহমিনা মিম প্রমুখ।

এদিন মঞ্চে অতিথি হিসাবে শুভেচ্ছা বক্তব্য দেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক প্রমুখ।

বাংলাদেশ সম্মেলন সফল করায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997