
এনা : | শনিবার, ২৪ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 12712 বার পঠিত
নান্দনিক আয়োজনে আগামী ২৪ ও ২৫ আগস্ট, যথাক্রমে রোববার ও সোমবার নিউইয়র্কের জ্যামাইকায় ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলম জানান, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন ২০২৪’।
তিনি জানান, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন। দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোনো প্রবেশ মূল্য নেই এবং রয়েছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং আকর্ষণীয় মেগা কনসার্ট।
ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের প্রেসিডেন্ট ও সিইও আলমগীর খান আলম জানান, হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংষ্কৃতি, সেই সংষ্কৃতিকে কিঞ্চিৎ তুলে ধরার আমাদের আন্তরিক প্রয়াস ‘ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন ২০২৪’। তিনি জানান, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সূদৃঢ করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে প্রথম শুরু হয় বাংলাদেশ সম্মেলন।
দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে কোনো প্রবেশ মূল্য নেই এবং রয়েছে সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং আকর্ষণীয় মেগা কনসার্ট।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ আগস্ট ২০২৪
America News Agency (ANA) | ANA