সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৬ লাখের বেশি আবেদন, আগস্টে লটারি : বাছাই করা হবে ২ লাখ

এনা :   |   শুক্রবার, ১৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   12734 বার পঠিত

৬ লাখের বেশি আবেদন, আগস্টে লটারি : বাছাই করা হবে ২ লাখ

নিউইয়র্ক সিটিতে ১৫ বছর পর চালু হওয়া সেকশন-৮ এর আবেদন গ্রহণ শেষ হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের জন্য নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি এই আবেদন গ্রহণ শুরু করে। এই প্রোগ্রামে জমা পড়েছে ৬ লক্ষাধিক আবেদন। ৩ জুন থেকে আবেদন শুরু হয়ে শেষ হয়েছে ৯ জুন। প্রথম দিনে অনেকেই আবেদন করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। কারণ ওই দিন অনেকেই আবেদন সাবমিট করতে পারেননি। পরের দিন অবশ্য ঠিক হয়ে যায়। ফলে অনেকেই আবেদন জমা দিতে সক্ষম হয়েছে। ঘণ্টায় সাত হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ৫ জুন রাতের মধ্যেই চার লাখের বেশি আবেদন জমা পড়ে। শেষ পর্যন্ত ৬ লাখ ৩০ হাজার জন আবেদন করেছেন বলে জানা গেছে।

এই প্রোগ্রামে যারা আবেদন জমা দিয়েছেন, তাদের মধ্যে যাদের পরিবারে বয়স্ক মানুষ বা ডিসঅ্যাবল কোনো সদস্য রয়েছেন এবং যারা বাসা হারানোর উপক্রম, তারা প্রাধান্য পাবেন। এর বাইরে সাধারণ আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে যোগ্য ব্যক্তিদের তালিকা করা হবে। যারা লটারিতে বিজয়ী হবেন, তাদের নাম অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে। আগামী আগস্ট মাসে লটারির মাধ্যমে দুই লাখ আবেদনকারীকে বাছাই করা হবে। যারা লটারিতে জয়ী হবেন, তাদেরকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে। ডকুমেন্টারি কোয়ালিফাই করতে হবে। আবেদনে যারা যে তথ্য দিয়েছেন, সেই তথ্য সঠিক হতে হবে। কেউ ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়ে থাকলে তাদের আবেদন বাতিল হবে। মিথ্যা তথ্যের বিষয়টি বাছাই ও ইন্টারভিউ পর্বে ধরা না পড়লেও যখনই ধরা পড়বে, তখনই ওই আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আবেদন বাতিলসহ কেউ যদি অর্থ পেয়ে থাকেন, তাও ফেরত দিতে হবে। তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখিও করা হবে। এ কারণে যথাযথ ও সঠিক তথ্য দিয়ে আবেদন করার ওপর বারবার গুরুত্ব দেওয়া হয়।

আবেদনে ছিল জরুরি প্রয়োজনীয় বিভিন্ন বিষয়, যেমন আবেদনকারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, সোশ্যাল সিকিউরিটি নাম্বার প্রভৃতি। পরিবারের আরও যেসব সদস্য আবেদনকারীর সঙ্গে থাকবেন, তাদেরও এসব তথ্য দিতে হয়েছে। নাইচার পক্ষ থেকে আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, আগামী ১ আগস্টের পর লটারির মাধ্যমে ওয়েস্ট লিস্টের জন্য যারা বিজয়ী হবেন, তাদেরকে ইমেইল করে জানানো হবে। এদিকে যারা ডিনাই হবেন, তাৎক্ষণিক তাদেরকে মেইল পাঠিয়ে জানানো নাও হতে পারে। ডিনাইয়ের বিষয়টি পরবর্তী সময়ে ইমেইল করে জানানো হতে পারে। কারও যদি এ-সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তারা ফ্রিকোয়েন্টলি আকস প্রশ্নের উত্তরের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন।

উল্লেখ্য, যারা সেকশন-৮ এর আবেদনে লটারি বিজয়ী হবেন এবং সব প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যোগ্যতা অর্জন করবেন, তাদের নামের তালিকা তৈরি করা হবে। পর্যায়ক্রমে তাদেরকে ডাকা হবে। বাছাইকৃত ব্যক্তিদের ডুকমেন্টারি যোগ্য হওয়ার জন্য বিভিন্ন নথিপত্র দিতে হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ জুন ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997