
এনা অনলাইন : | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 12715 বার পঠিত
নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস সৃষ্টিকারী প্রথম মুসলিম নারী ও প্রথম বাংলাদেশি কাউন্সিল সদস্য শাহানা হানিফ বিয়ে করেছেন। পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে মুসলিম রীতি অনুযায়ী আকদ সম্পন্ন হয়।
এ ব্যাপারে জানতে চাইলে শাহানা হানিফের গর্বিত পিতা মোহাম্মদ হানিফ ঠিকানাকে জানান, পাকিস্তানি বংশোদ্ভূত আব্দুল্লাহ ইউনুসের লং আইল্যান্ডের বাসায় গত ৩০ ডিসেম্বর শনিবার তার মেয়ের আকদ হয়েছে। দুই পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী সামারে বিবাহোত্তর সংবর্ধনা হবে।
তিনি আরো জানান, জামাতা আব্দুল্লাহ ইউনুস ইমিগ্রেশন বিষয়ে কাজ করেন। শাহানার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল।
বাংলাদেশি বংশোদভূত শাহানা নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে ডিস্ট্রিক্ট ৩৯ থেকে নির্বাচিত। তিনিই প্রথম বাংলাদেশি মুসলিম নারী সিটি কাউন্সিলে নেতৃত্ব দিচ্ছেন। নিউইয়র্ক স্টেটে একজন উদীয়মান ও সম্ভাবনাময় রাজনীতিক হিসেবে বিভিন্ন জরিপে তাকে উপস্থাপন করা হয়েছে। সিটি কউিন্সিলে একজন পরিশ্রমী ও ইমিগ্র্যান্টবান্ধব হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন।
শাহানা হানিফ বাংলাদেশে চট্রগ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য। তার বাবা মোহাম্মদ হানিফ একজন প্রবীণ রাজনীতিক এবং নিউইয়র্কে অন্যতম বড় আঞ্চলিক সংগঠন চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০২৪
America News Agency (ANA) | ANA