
এনা অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২ | প্রিন্ট | 12754 বার পঠিত
অড জব করার চেয়ে এখন ইমিগ্র্যান্টরা সম্মানজনক, ভালো সুযোগ-সুবিধা এবং নিশ্চিত চাকরি করতে চাইছেন। তাই ধীরে ধীরে সিটি, স্টেট ও ফেডারেল জবের প্রতি বাংলাদেশি আমেরিকানদের আগ্রহ বাড়ছে। এখন আগের চেয়ে সরকারি চাকরিতে আবেদন করা ও যোগ দেওয়ার প্রতি আগ্রহ লক্ষ করা যাচ্ছে। কেউ নিজে নিজেই আবেদন করছেন আবার কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা নিচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি চাকরির প্রতি বাংলাদেশি আমেরিকানদের আগ্রহ বাড়ার কারণ হলো সেখানে সুযোগ-সুবিধা অনেক বেশি। রয়েছে স্বাস্থ্যসেবা, অবসরকালীন সুবিধাসহ বিভিন্ন সুবিধা। এ ছাড়া রয়েছে চাকরির নিশ্চয়তা। এসব চাকরিতে একসঙ্গে একাধিক পদে আবেদন করা যায়। বেশির ভাগ পদেই পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষা ছাড়াও বিভিন্ন পর্যায়ে পরীক্ষা হয়। শিক্ষাগত যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড চেক, মেডিকেল স্টেট, ড্রাগ টেস্টসহ বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়। এসব চেক করার পর অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চাকরিতে যোগ দেওয়ার সুযোগ মেলে। তবে সিটির কিছু জব রয়েছে, যেগুলোতে পরীক্ষা দিতে হয় না। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার আলোকে তার টেস্টিং স্কোর করা হয়। এরপর পাসের তালিকায় রাখা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে পরবর্তী ধাপের জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে ডাকা হয়।
সিটি, স্টেট ও ফেডারেল জবের জন্য কীভাবে আবেদন করতে হবে, তা স্ব স্ব সাইটে তথ্য উল্লেখ রয়েছে। নিউইয়র্ক সিটি জবে যারা চাকরি করতে চান, তারা ডিকাসের মাধ্যমে চাকরি পেতে আবেদন করতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন। পরীক্ষায় পাসের জন্য কমপক্ষে ৭০ নম্বর পেতে হবে। এর চেয়ে বেশি নম্বর যারা পাবেন, তাদের একটি সিরিয়াল করে তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশি আমেরিকানরা হাসপাতাল, পুলিশ, ট্রাফিক, পোস্ট অফিস, স্কুল, আইআরএস, এডুকেশন ডিপার্টমেন্ট, কিউনি, সুনির কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরিতে যোগ দিচ্ছেন। বাংলাদেশিরা পরিশ্রমী এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি থাকায় তারা এসব চাকরিতে ভালো পারফর্ম করছেন।
জানা গেছে, নিউইয়র্কে সরকারি চাকরি পেতে সহায়তা দিয়ে সফল সাকসেস ক্যারিয়ার। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠান আবেদনকারীদের সহায়তা করছে। সাকসেস ক্যারিয়ার সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৫০০ জনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি চাকরি পেতে সহায়তা দিয়েছে ফার্মটি। এর মধ্যে গত তিন মাসে যে ৩০ জন ব্যক্তি সরকারি পর্যায়ে চাকরি পেয়েছেন, তাদের জন্য একটি গ্র্যান্ড রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। সফল প্রবাসীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
ফার্মটির প্রতিষ্ঠাতা ও সিইও এমডি জামানের উপস্থিতিতে অনুষ্ঠানে বিভিন্ন পদে চাকরি পাওয়া ব্যক্তিরা যোগ দেন। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে চাকরিপ্রাপ্ত প্রত্যেকে তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা সাকসেস ক্যারিয়ার কনসালটিং ফার্মের সিইও এমডি জামানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুন্দর দিকনির্দেশনা পেলে যে পুরো জীবনটাই সাজানো ও সুন্দর হয়ে উঠতে পারে, তারই যেন উৎকৃষ্ট প্রমাণ সাকসেস ক্যারিয়ার কনসালটিং ফার্ম। যারা কখনো চিন্তাও করেননি এই নিউইয়র্কে সরকারি পর্যায়ে কাজের সুযোগ পাবেন, তারাই এখন ভালো ভালো চাকরি পাচ্ছেন। এমনটাই বলেছেন অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিরা।
সাকসেস ক্যারিয়ার কনসালটিং ফার্মের সিইও এমডি জামান বলেন, একটু চেষ্টা করলে বাংলাদেশের সার্টিফিকেট দিয়েও আমেরিকায় ভালো মানের চাকরি পাওয়া সম্ভব। এ জন্য সবাইকে সঠিকভাবে আবেদন করতে হবে। আর দরকার সঠিক পরামর্শ। এসব ক্ষেত্রে সঠিক তথ্যপ্রাপ্তি ও নিজেদেরকে চাকরি পাওয়ার জন্য প্রস্তুত করার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, অনেকে বাংলাদেশ থেকে নতুন পরিবেশে এসে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারা যদি যথাযথভাবে আবেদন করতে পারেন, প্রস্তুতি নিতে পারেন, তাহলে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে আমেরিকায় সরকারি পর্যায়ে চাকরি পেতে পারেন।
সুন্দর ও আনন্দঘন অনুষ্ঠানে চাকরিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়।
Posted ৩:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
America News Agency (ANA) | ANA