মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে দিওয়ালি উদযাপন : হোয়াইট হাউজে প্রদীপ প্রজ্বলন করলেন বাইডেন

মুশরাত শাহীন :   |   বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   12769 বার পঠিত

নিউইয়র্কে দিওয়ালি উদযাপন : হোয়াইট হাউজে প্রদীপ প্রজ্বলন করলেন বাইডেন

যুক্তরাষ্ট্র, ভারত এবং সারা বিশ্বে দিওয়ালি উদযাপনকারী এক বিলিয়নেরও বেশি হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, হোয়াইট হাউজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিওয়ালি উৎসব উদযাপন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দীপাবলি উদযাপনকে আনন্দদায়ক করার জন্য যুক্তরাষ্ট্রে এশিয়ান আমেরিকান সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন ভারতীয় আমেরিকান উপস্থিত ছিলেন ।

হোয়াইট হাউজে দীপাবলি উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আপনাদের আতিথেয়তা করতে পেরে আমরা সম্মানিত। হোয়াইট হাউজে এটিই প্রথম দিওয়ালি সংবর্ধনা। আমাদের ইতিহাসে আগের চেয়ে অনেক বেশি এশিয়ান আমেরিকান রয়েছেন এবং দিওয়ালি উদযাপনকে আমেরিকান সংস্কৃতির একটি আনন্দদায়ক অংশ করার জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যময় প্রশাসনের সদস্যদের দ্বারা বেষ্টিত। যেখানে রয়েছেন প্রথম দক্ষিণ এশীয় আমেরিকান কমলা হ্যারিস, যিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

প্রেসিডেন্ট সমগ্র আমেরিকা জুড়ে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সাহস এবং সহানুভূতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, – দক্ষিণ এশীয় আমেরিকানরা একটি জাতি হিসাবে আমাদের আত্মাকে প্রতিফলিত করে। এই মহামারী থেকে আমাদের আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে, এমন একটি অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করেছে যা সবার জন্য কাজ করে। আমাদের সম্প্রদায় এবং আমাদের দেশকে সেবা ও সুরক্ষা দেয়ার জন্য তারা কাজ করেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, গোটা বিশ্ব জুড়ে প্রায় একশো কোটি মানুষ আজ দিওয়ালি উদযাপন করছেন। মন্দকে পরাজিত করে ভালোর জয় উদযাপন করতে প্রদীপ জ্বালিয়েছেন সবাই। দিওয়ালির দিনে জ্ঞানহীনতা আর অন্ধকারের বিনাশ ঘটে। জয়ী হয় আলো আর জ্ঞান। প্রায় ২০০ জন ভারতীয়কে হোয়াইট হাউজের দিওয়ালি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতীয় নাচ, গানে মেতে উঠেছিলেন হোয়াইট হাউজে উপস্থিত সবাই। প্রার্থনা, নাচ, আতশবাজি এবং মিষ্টির সাথে দিওয়ালি উদযাপন করে বাইডেন বলেছেন – আলোর মাঝে শক্তিকে স্মরণ করার সুযোগ পেয়ে হোয়াইট হাউজের সবাই আনন্দিত। দীপাবলি একটি শুভ উৎসব, যা মন্দকে বাদ দিয়ে ভালোর দিকে নিয়ে যায় ও বিজয়ের প্রতীক। দিওয়ালী উৎসব আলো, আতশবাজি, ঐতিহ্যবাহী মিষ্টি এবং উপহার বিনিময় উৎসবকে আকর্ষণীয় করে তোলে।

শেখর কৃষ্ণান ও ব্র্যাড লেন্ডারের উদ্যোগে দিওয়ালি উদযাপিত
ভারতের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ ছুটির দিন দিওয়ালি, বর্ণিল এই উৎসবে আলোর কাছে যেন অন্ধকার হার মানে। নিউইয়র্কে গত কয়েকদিন ধরে দিওয়ালির আনন্দ ছড়িয়ে ছিল সব জায়গায়। এই উৎসবকে কেন্দ্র করে ২২ তারিখ শনিবার জ্যাকসন হাইটস এর ট্রেভার্স পার্ক এ উদযাপিত হয় দিওয়ালি অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির প্রথম ভারতীয় সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান এবং নিউইয়র্ক সিটির কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার এর যৌথ আয়োজনে অনুষ্ঠানটি উদযাপিত হয়। অত্যন্ত সুন্দর আবহাওয়ায় এই অনুষ্ঠানে শত শত মানুষ যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ল্যাটিসিয়া জেমস, পাবলিক অ্যাডভোকেট জুমাননি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার ক্যাটালিনা ক্রজ, নিউইয়র্ক ট্যাক্সি ওয়াকার্স অ্যালাইয়েন্সের ভৈরবী দেশাই, নর্বাদা ছেত্রী, শিব সৈন, ফেলিসিয়া সিং, মোহম্মদ টিপু সুলতান, ফাহাদ সোলায়মান প্রমুখ। আয়োজনটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

নিউইয়র্ক : জ্যাকসন হাইটসে দিওয়ালি উৎসবের খণ্ডচিত্র।
Facebook Comments Box

Comments

comments

Posted ১১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997