
এনা অনলাইন : | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ | প্রিন্ট | 12787 বার পঠিত
গত ১৪ আগস্ট সকালের চমৎকার ঝলমলে রোদেলা আবহাওয়ায় ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কটি বেশ জমে উঠেছিল। বিশ্বের রাজধানীখ্যাত নিউইয়র্কে বসবাসরত শত সংস্কৃতির মানুষের ভীড় ঠেলে বেরিয়ে এলেন একদল নারী-পুরুষ-শিশু, যারা পাশ্চাত্য ধাঁচ ঝেড়ে ফেলে নিজেদের হাজার বছরের ঐতিহ্যকে সঙ্গী করে একে একে প্রবেশ করছেন পার্কে। শিশু-কিশোর, তরুণ-তরুণীদের বাহারি বেশ আর হই-হুল্লোরে ফেরি পয়েন্ট পার্কের পরিবেশটি যেনো করে তোলে আরো মোহনীয়।
বলা হচ্ছে নিউইয়র্কে বসবাসরত কুলাউড়াবাসীর প্রিয় সংগঠন কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর উদ্যোগে আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলনমেলার কথা। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই বনভোজনের উদ্দেশ্য যে কেবল ভোজনই নয়, তা প্রমাণিত হয় বনভোজনে আসা কুলাউড়াবাসীর একে অপরের সঙ্গে সুখ-দুঃখের আলাপন, স্মৃতিচারণ, আর আড্ডায়। প্রায় সহস্রাধিক নর-নারীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পার্কটি যেনো রূপ নেয় নিউইয়র্কের বুকে এক খণ্ড কুলাউড়ায়। মূলত নিজ এলাকার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় ও শক্তিশালী করার প্রত্যয় নিয়ে সংগঠনটি এই মিলনমেলার আয়োজন করে। শিশু-কিশোরদের বাঁধভাঙা আনন্দ-উল্লাস, আর বড়দের দেশীয় আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আয়োজকদের এই আয়োজন শতভাগ স্বার্থক হয়েছে বলে উপস্থিত অনেকেই মত প্রকাশ করেছেন।
শুরুতেই কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, পিকনিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ এফ মালিক, যুগ্ম-আহ্বায়ক বদরুল ইসলাম মিন্টু, সদস্য সচিব মাসুক আহমদ সুজন, যুগ্ম-সচিব লুৎফুর রহমান আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
মহামারি করোনার কারণে গত তিন বছর বনভোজন আয়োজন না হওয়ায় এবারের উপস্থিতি যে এতো বিশাল হবে, তা ছিলো সবারই ধারণার বাইরে। দিনব্যাপী বনভোজন তথা মিলনমেলায় ছিলো সুস্বাদু ও রকমারি সব খাবার, খেলাধুলা, ফুটবল প্রতিযোগিতা, পিলো পাসিং ও আকর্ষণীয় র্যাফেল ড্র-সহ নানা আয়োজন।
বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাহ আলাউদ্দিন। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ও মো. মইনুর রহমান শোয়েবের সঞ্চালনায় আলোচনা ও পুরস্কার বিতরণীতে অংশ নেন সাবেক এমপি এম এম শাহীন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, কুলাউড়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবুল কালাম, মো. আবদুল জলিল, মো. আবদুস সালাম, মো. নজরুল ইসলাম, মশাহিদ জে রাশেদ, মো. এএম শফি চৌধুরী, তজমুল আলী, এমএ হক ও সৈয়দ জুবায়ের আলী, আবদুল মুক্তাদির খসরু, লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাবেক উপদেষ্টা জাবেদ খসরু, আবদুল মুকিত চৌধুরী, কুলাউড়া অ্যাসেসিয়েশনের সাবেক সভাপতি শাহেদ দেলোয়ার চৌধুরী, আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, টাইম টিভির ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, নিউজার্সি কুলাউড়া অ্যাসোসিয়েশনের সভাপতি রাজা মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির সোলেমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক চৌধুরী পারেক, কাতারস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, মৌলভীবাজার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মিনহাজ আহমেদ সামু, আই ফাউণ্ডেশনের কর্মকর্তা মঞ্জুরুল চৌধুরী, ক্যালিফোর্নিয়া স্টেট থেকে আবু তাহের, আটলান্টিক সিটি থেকে মো. সোহেল ও ফিলাডেলফিয়া থেকে শাহীনূর চৌধুরী প্রমুখ।
র্যাফেল ড্রয়ে যারা বিভিন্ন পুরস্কার স্পন্সর করেন, তার হলেন- বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোয়েব আহমদ (স্বর্ণের চেইন), আল-আক্সা মার্কেটের সৌজন্যে স্বর্ণের ব্রেসলেট, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. লোকমান হোসেন (স্বর্ণের কানের দুল), স্টারলিং ডায়াগনস্টিক এন্ড ফার্মেসির সৌজন্যে অ্যাপেল আইপড, মিলেনিয়াম টিভি চ্যানেলের সৌজন্যে ৫৮ ইঞ্চি (ইউএইচডি ৪কে) টিভি, ব্রঙ্কসের বাংলা টাউন গ্রোসারির সৌজন্যে বাই সাইকেল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম (ল্যাপটপ), বিশিষ্ট সমাজসেরক হারুনুর রশিদ (অ্যাপেল ওয়াচ), সান রে সিডিপেপ-এর সৌজন্যে ল্যাপটপ, কুলাউড়া-বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এমডি আব্দুল বাকী (৩২ ইঞ্চি টিভি), নিউইয়র্ক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিপন চৌধুরী (এয়ার ফ্রাইয়ার), বাংলাদেশি লীগ অব আমেরিকার সৌজন্যে কফি মেশিন ও কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ এফ মালিক (মাইক্রো ওভেন)।
সবশেষে সভাপতি শাহ আলাউদ্দিন ও আহ্বায়ক মোহাম্মদ এফ মালিক মুরাদ বনভোজনে অংশগ্রহণকারী অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এবারের মতো এই মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন। আর অতিথিরা প্রবাসের গৎ বাঁধা রুটিন জীবনের ক্লান্তি থেকে অন্তত একটি দিনের জন্য মুক্তির আনন্দ ও মনে স্বস্তির পরশ নিয়ে আগামী দিনে ফের আসার ইচ্ছে নিয়ে ফিরে যান যার যার ডেরায়।
Posted ১২:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
America News Agency (ANA) | ANA