মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএস আর্মিতে আমাদের নতুন প্রজন্ম

এনা অনলাইন :   |   শুক্রবার, ১৯ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   12797 বার পঠিত

ইউএস আর্মিতে আমাদের নতুন প্রজন্ম

রইয়াম নূর ইকবাল কায়্যূম (২০)। নিউইয়র্কের জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার ও এর স্বেচ্ছাসেবী শাখা অ্যান্টি-টেরোরিজম অ্যাওয়্যারনেস ইউনিট, নিউইয়র্ক কাজী অফিসের পরিচালক ও বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট আন্তধর্মীয় ইমাম কাজী কায়্যূমের প্রথমা কন্যা।

আমেরিকায় চয়েস বা ইচ্ছা বলে একটি কথা আছে। আমেরিকায় জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝে এই চয়েস দারুণভাবে কাজ করে। মারইয়াম সম্প্রতি ইউএস আর্মিতে প্রথম বাংলাদেশি আমেরিকান মেয়ে, যিনি ফুলটাইম অ্যাকটিভ ডিউটি সোলজার হিসেবে যোগ দিলেন। এই যোগ দেওয়াও ছিল মারইয়ামের একান্ত ব্যক্তিগত ইচ্ছা।

আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের বিখ্যাত ফোর্ট জ্যাকসন আর্মি ট্রেইনিং সেন্টার থেকে বেসিক ও অ্যাডভান্স ট্রেনিং শেষ করে ভার্জিনিয়ার ইউএস আর্মি বেসে যোগ দিয়েছেন মারইয়াম।

চলতি আগস্ট মাসের মাঝামাঝি সাউথ ক্যারোলিনায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশেষ গ্র্যাজুয়েশন প্রোগ্রামে নিউইয়র্ক থেকে যোগ দেন কায়্যূম পরিবার।

ইমাম কাজী কায়্যূমের তিন সন্তানের প্রথম সন্তান মারইয়াম ২০০২ সালের ২৫ ডিসেম্বর নিউইয়র্ক সিটির এলমহার্স্ট হসপিটাল সেন্টারে জন্মগ্রহণ করেন।

নিউইয়র্কের হাইস্কুল সিস্টেম ভালো না লাগায় মারইয়াম কানাডার টরন্টোর একটি হাইস্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। ২০২১ সালের প্রথম দিকে কানাডা থেকে আমেরিকায় ফিরে এসে মারইয়াম তার ইচ্ছানুযায়ী ভর্তি হন পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে তার কিছু সতীর্থের দ্বারা উৎসাহিত হয়েই মারইয়াম ইউএস আর্মিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মারইয়াম চান, সাহস করে তার মতো ও তার বয়সী আরো বাংলাদেশি-আমেরিকান মেয়ে যেন আমেরিকার উন্নত জীবন গড়ার এই পথে পা বাড়ান। এ জন্য তিনি তার পিতা-মাতার মতো অন্যান্য পিতা-মাতাকেও তাদের সন্তানকে সমর্থন করার আহ্বান জানান।

ইউএস আর্মিতে কমিশন অফিসার হওয়ার জন্য মারইয়াম একই সাথে উচ্চশিক্ষাও চালিয়ে যাবেন। ইউএস ন্যাশনাল গার্ডে যোগ দিতে মারইয়াম খুবই ইচ্ছুক। মারইয়াম সবার দোয়া প্রার্থী।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ আগস্ট ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997