মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ২৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   12803 বার পঠিত

টেক্সাসে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তের কাছে যে লরি ট্রাকটিতে ৪৬ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া গেছে তাতে কোনো খাবার পানি ছিল না বলে জানিয়েছেন সান অ্যান্তোনিও শহরের দমকল বিভাগের প্রধান চার্লস হুড।

দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই ট্রাকটি রেফ্রিজারেটর ট্রেইলার হলেও তাতে ‘কাজ করছে এমন দৃশ্যমান কোনো’ কুলিং ইউনিটও ছিল না। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ শহরটি মেক্সিকো সীমান্ত থেকে আড়াইশ কিলোমিটারের মধ্যে। ওই অঞ্চলে এখন তীব্র তাপদহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

চার্লস হুড বলেন, ‘আমরা একটা ট্রাক খুলে গাদা গাদা মৃতদেহ দেখতে পাবো তা ধারণাও করিনি। এখানে যারা কাজ করতে এসেছেন তাদের কেউ এমনটি কল্পনাও করতে পারেনি।’

সেখানে ৬০ জন অগ্নিনির্বাপণ কর্মী, ২০টি ফায়ার ইঞ্জিন ও ২০টি চিকিৎসা ইউনিট নিয়ে ‘খুব দ্রুত’ কাজ করা হয় এবং জীবিত ১৬ জনকে এক ঘণ্টার মধ্যে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।

এক সংবাদ সম্মেলনে ৪৬ জনকে মৃত পাওয়ার কথা এবং তাদের মধ্যে কোনো শিশু ছিল না বলে নিশ্চিত করেছেন চার্লস হুড। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানাননি চার্লস হুড।

জীবিত ১৬ জনের মধ্যে ১২ জন পূর্ণবয়স্ক এবং চার শিশু আছে এবং হাসপাতালে নেওয়ার সময় তারা সবাই সজাগ ছিল বলে জানিয়েছেন তিনি।

চার্লস হুড আরও জানান, এদের সবার শরীর ‘তখনও গরম ছিল’ এবং তারা তাপের কারণে ক্লান্তি ও অবসাদে ভূগছিলেন আর কেউ কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997