শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আল জাজিরার নিউইয়র্ক কার্যালয় ও জাতিসংঘের সামনে বিক্ষোভ

এনা অনলাইন :   শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ 307
আল জাজিরার নিউইয়র্ক কার্যালয় ও জাতিসংঘের সামনে বিক্ষোভ

সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার বাংলাদেশে সম্প্রচার নিষিদ্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনে আল জাজিরার নতুন কার্যালয় (ব্যুরো অফিস) এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা প্রথমে ম্যানহাটনে আল জাজিজার নতুন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক দুলাল মিয়া হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান প্রমুখ।
এরপর ফার্স্ট অ্যাভিনিউতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক দুলাল মিয়া হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলুর রহমান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর মাখন, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ূন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড. এ জয়, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবাদুল হক, যুগ্ম সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক কামাল হাসান রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম প্রমুখ।
সমাবেশে ড. সিদ্দিকুর রহমান আল জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ।’
তিনি বলেন, ‘করোনা সংকট মোকাবিলায় সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত, ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশবিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ।’
ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে আল জাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে।’
তিনি দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রবাসের সকল নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামাতজোট বিপুল অর্থ ব্যয় করছে। সেই ষড়যন্ত্রের প্রতিফলন আল জাজিরার দেশবিরোধী প্রতিবেদন।
তারা বলেন, ‘সন্ত্রাসী কার্যকলাপে মদদ দেওয়ার অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশ আল জাজিরাকে নিষিদ্ধ করেছে। তাই বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997