শনিবার ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন রাজ্যপরিষদগুলোর সামনে ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ

এনা অনলাইন :   |   সোমবার, ১৮ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   387 বার পঠিত

মার্কিন রাজ্যপরিষদগুলোর সামনে ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে দেশটির রাজ্যপরিষদগুলোর কাছে বিক্ষিপ্ত বিক্ষোভ হয়েছে। ছোট ছোট দলে জড়ো হওয়া প্রতিবাদকারীদের সঙ্গে কিছু সশস্ত্র প্রতিবাদকারীও ছিল বলে খবর পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, রেববার টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইওসহ বিভিন্ন স্থানে অঙ্গরাজ্য ক্যাপিটল ভবন বা আইনপরিষদগুলোর সামনে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রজুড়ে আইনপরিষদগুলো ঘিরে নিরাপত্তা জোরদার করায় অন্য অনেক রাজ্যের পরিস্থিতি শান্ত ছিল।
এদিকে আগামী বুধবার বাইডেনের শপথ অনুষ্ঠানের আগে দেশজুড়ে সশস্ত্র প্রতিবাদ হতে পারে বলে সতর্ক করেছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। এর আগে ৬ জানুয়ারি রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে সৃষ্ট সহিংসতায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়।
অন্যদিকে বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে অভ্যন্তরীণ আক্রমণের আশঙ্কা করছেন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা। তাঁদের আশঙ্কা, শপথগ্রহণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত নিরাপত্তায় থাকা সদস্যদের পক্ষ থেকেও এমন হামলা আসতে পারে।
ফলে অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি ম্যাককার্থি জানিয়েছেন, কর্তৃপক্ষ সম্ভাব্য হুমকির ব্যাপারে সজাগ রয়েছে। তবে তিনিসহ অন্য কর্মকর্তারা এখন পর্যন্ত হুমকির নির্দিষ্ট কোনো তথ্য পাননি। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার প্রস্তুতিতে তিন ঘণ্টার সুরক্ষা মহড়া দেওয়ার পর এক সাক্ষাৎকারে ম্যাককার্থি বলেন, ‘আমরা ক্রমাগত এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে যাচ্ছি এবং এ অভিযানে যুক্ত প্রত্যককে পর্যবেক্ষণ করছি।’
গত সপ্তাহ থেকেই ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্য ওয়াশিংটন ডিসিতে আসছেন। যা এর আগে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তায় থাকা সদস্যদের চেয়ে আড়াই গুণ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997