
এনা অনলাইন : | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 343 বার পঠিত
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তিনি। এর আগে গত ২১ ডিসেম্বর ফাইজারের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ৭৮ বছর বয়সী জো বাইডেন। সে সময় তার টিকা গ্রহণের দৃশ্য সরাসরি টেলিভিশনে দেখানো হয়। করোনার টিকা যে নিরাপদ, মানুষকে তা বোঝানোর জন্যই তিনি প্রথম দিকে টিকা নিয়েছেন বলে জানিয়েছিলেন।
টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জো বাইডেন লিখেছেন, এইমাত্র আমি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলাম। এটা প্রথমবারের মতোই ব্যাপার। এটা নিরাপদ, দ্রুত ও ব্যথা ছাড়াই নেওয়া যায়।
তিনি আরো লেখেন, নিজেদের সময় অনুযায়ী সবাইকে এই টিকা নেওয়ার অনুরোধ করছি। কারণ, আমরা শুধু যৌথভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে পারি এবং জীবন বাঁচাতে পারি।
সূত্র : সিএনএন।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
America News Agency (ANA) | Payel