ঢাকা : | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1055 বার পঠিত
ফাইল ছবি
গুলশানে হোলে আর্টিসান রেস্তোরাঁয় উগ্রবাদী হামলায় দায়ের মামলায় রিগ্যান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাকে ছয় দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আবেদনসহ ঢাকার সি.এম.এম আদালতে তাকে হাজির করেন।
আদালত ওই আবেদনকে ঢাকার মহানগর হাকিম আহসান হাবিবকে রাকিবুল হাসান রিগ্যানের জবানবন্দি রেকর্ড করার জন্য দায়িত্ব দেন। আদালত ওই দায়িত্ব পেয়ে রিগ্যানকে তিন ঘণ্টা সময় দেন। পরে রিগ্যানের কাছে জানতে চান তিনি জবানবন্দি দিবেন কি না। উত্তরে তিনি জবানবন্দি দেয়ার কথা বলেন। আদালত তার দেয়া জবানবন্দি রেকর্ড করেন।
জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ভোরে কল্যাণপুরের ৫ নম্বর রোডের ‘জাহাজ বাড়ি’তে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অপারেশন স্টোর্ম-২৬ এ আহত অবস্থায় আটক হয় রিগ্যান। এ অভিযানে সন্দেহভাজন নয় উগ্রবাদি নিহত হন।
Posted ৭:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel