
অনলাইন ডেস্ক : | সোমবার, ১৫ মে ২০১৭ | প্রিন্ট | 684 বার পঠিত
ইসলামিক সলিডারিটি গেমস’র চতুর্থ আসরের দ্বিতীয় দিনে শুটিংয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ।রোববার আজারবাইজানের বাকুতে চলতি আসরে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতলেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।বাকি ও দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ইরানের খেদমতি নাজমেহ ও নূরজিয়ান পোরিয়া জুটিকে।প্রথম তিনটি শটে বাংলাদেশের দুই শুটার যথাক্রমে ২০.৯, ২০.৩, ১৯.৭ পয়েন্ট স্কোর করেন। পরের শটে অবশ্য ইরানি জুটি তুলে নেন ২১ পয়েন্ট। এরপর ফের টানা দু’টি শটে বাকি-দিশা জুটি ২০.৬ ও ২১.৫ পয়েন্ট পেয়ে ছিনিয়ে নেন স্বর্ণ পদক।এই বছরের শুরুতে দিল্লিতে শুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টটি চালু করা হয়েছিল। বাকু থেকে এই ইভেন্টেই এলো বাংলাদেশের সাফল্য।শনিবার চলতি আসরে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন রাব্বি হাসান মুন্না। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা পদক জিতেছেন তিনি।বাকু শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ স্কোর গড়ে রুপা জয় করেন রাব্বি। ২৪৯.৮ স্কোর গড়ে এই ইভেন্টের সোনা জিতেছেন তুরস্কের ওমর আকগুন।
Posted ১:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ মে ২০১৭
America News Agency (ANA) | Payel