
| মঙ্গলবার, ০৯ মে ২০১৭ | প্রিন্ট | 749 বার পঠিত
মাঠে নামার আগেই একটা ‘যুদ্ধাংদেহী ’মনোভাব ছিল। ডোপ পাপ ইস্যুতে মারিয়া শারাপোভাকে ‘প্রতারক’ বলেছিলেন ইউজেনি বুচার্ড। শারাপোভা মাঠেই এর জবাব দিতে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। সোমবার মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বুচার্ডের কাছে হেরেই বিদায় নিলেন রাশিয়ান সুন্দরী।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ১৫ মাস নিষিদ্ধ ছিলেন শারাপোভা। নিষেধাজ্ঞা শেষে এপ্রিলের শেষের দিকের স্টুটগার্ট ওপেন দিয়ে কোর্টে ফেরেন সাবেক নাম্বার ওয়ান তারকা। তবে বুচার্ড সমালোচনা করে বলেছিলেন, ‘প্রতারক’ মারিয়াকে কোর্টে ফিরতে দেয়া উচিত নয়।
দ্বিতীয় রাউন্ডে শারাপোভা ও বুচার্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই-ই হয়। প্রায় ৩ ঘণ্টার লড়াই শেষে মারিয়াকে ৭-৫, ২-৬, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন কানাডিয়ান সুন্দরী।
তৃতীয় রাউন্ডে কঠিন পরীক্ষা দিতে হবে বুচার্ডকে। কোয়ার্টার ফাইনারে ওঠার ম্যাচে অ্যাঞ্জেলিক কেরবারের মুখোমুখি হবেন কানাডিয়ান তারকা। শিগগিরই সেরেনা উইলিয়ামসকে হটিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন এই কেরবার।
Posted ১:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০১৭
America News Agency (ANA) | Payel