
অনলাইন ডেস্ক : | শনিবার, ১৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 851 বার পঠিত
কলোম্বো টেস্টে অস্বস্তির চোরাস্রোতকে দূরে ঠেলে কাটার মাস্টার মুস্তাফিজ ম্যাজিকে আশাবাদী হয়ে উঠছে বাংলাদেশ। তার সঙ্গে পুরাতন অস্ত্র সাকিব ঘূর্ণিতে লঙ্কান ব্যাটসম্যানদের বিপর্যস্ত করে তুলেছে টাইগাররা। মুস্তাফিজের তৃতীয় শিকার হয়ে ডি সিলভা প্যাভিলিয়নে ফেরার কিছু সময় পরেই সাকিব ঘূর্ণির কাছে পরাস্ত হয়ে আউট হয়েছেন নিরোশান ডিকবেলা লঙ্কানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯০। লিড ৬১।
ক্রিজে আছেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান ডিমুথ কারুণারত্নে (১০০) ও দিলুরুয়ান পেরেরা (০)।
এর আগে কলম্বো টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে উইকেট পেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এরপর উইকেট শিকারে দীর্ঘ বিরতি। ছোট জুটি অন্যদিকে রানের চাকা এগিয়ে নিতে ব্যস্ত শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। এতে অস্বতির চোরাস্রোত বয়ে যায় টাইগার ভক্তদের হৃদয়ে।
লাঞ্চ বিরতি শেষে দ্বিতীয় সেশনে পরপর দু’বার আঘাত হানেন বাংলাদেশি বোলিং তারকা মুস্তাফিজ।
দলীয় ১৪৩ রানে ৮৬ রানের জুটি ভাঙতে সক্ষম হন মুস্তাফিজ। ৩৬ রানে ঘরে ফেরান লঙ্কান ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে। এরপর ব্যাটে আসে দিনেশ চান্দিমাল, তবে তাকেও ক্রিজে দাড়াতে দেননি এ সাতক্ষীরার সন্তান। ৫ রানে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন।
এদিকে সাকিব আল হাসানের ঘুর্নি বলে ৭ রানে আউট হয়ে ফিরে গেছেন লঙ্কান ব্যাটসম্যান গুনারত্নকে।
কলম্বোর পি সারা ওভালে চতুর্থ দিনের খেলা শুরু হয় সকাল ১০টা ৩০ মিনিটে।
উল্লেখ্য, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮ আর বাংলাদেশ সংগ্রহ করে ৪৬৭। রয়েছে ১১৬ রানে সাকিবের অনবদ্য সেঞ্চুরি।
Posted ৫:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel