
অনলাইন ডেস্ক : | শনিবার, ১৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 789 বার পঠিত
বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ক্যারোলিনা প্লিসকোভাকে সেমিফাইনালে ৭-৬ (৭/৫), ৭-৬ (৭/২) গেমে পরাজিত করে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠেছেন সেভেতলানা কুজনেতসোভা। এর ফলে অল রাশিয়ান ফাইনালে তার মুখোমুখি হচ্ছেন এলিনা ভেসনিনা।
আরেক সেমিফাইনালে ভেসনিনা শক্তিশালী টেনিসের মাধ্যমে সহজেই ফ্রান্সের ক্রিস্টিনা মালডেনোভিচকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। এর আগে ভেসনিনা চতুর্থ রাউন্ডে সাবেক শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবার ও কোয়ার্টার ফাইনালে সাতবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস উইলিয়ামসকে পরাজিত করেছিলেন। গত বছর এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন ভেসনিনা। ডব্লিউটিএ এলিট টুর্নামেন্টে এটাই তার প্রথম ফাইনাল।
এদিকে ২০০৭ ও ২০০৮ সালে পরপর দুটি আসরে রানার্স-আপ হবার পরে এই প্রথম ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন বিশ্বের আট নম্বর তারকা কুজনেতসোভা। সেমিতে প্লিসকোভার ১০টি এস’র বিপরীতে এক সময় কুজনেতসোভা বেশ বিপাকে পড়েছিলেন। ইতোমধ্যেই চলতি বছর ব্রিসবেন ও দোহা ওপেনের শিরোপা জেতা প্লিসকোভাও জয়ের জন্য ছিলেন মরিয়া। ম্যাচ শেষে ৩১ বছর বয়সী কুজনেতসোভা বলেছেন, জয়ের জন্য আমি সেরাটা দেবার চেষ্টা করেছি। প্রতিটি পয়েন্ট পেতে আজ বেশ কষ্ট করতে হয়েছে।
>ক্যারিয়ারের দুটি গ্র্যান্ড স্ল্যামের মালিক কুজনেতসোভা ২০১৬ সালে নিজেকে নতুনভাবে কোর্টে ফিরে পেয়েছেন। গত বছর তিনি দুর্দান্ত পারফরমেন্স করে দুটি শিরোপা জয় করে ২০১০ সালের পরে প্রথমবারের মত বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০’এ উঠে এসেছে। প্রথম সেটে ৫-৩ গেমে পিছিয়ে থাকার পরে চেক তারকা প্লিসকোভা দারুনভাবে ফিরে এসে নবম গেমে সেট পয়েন্ট রক্ষা করেন। টাইব্রেকে কুজনেতসোভা ৬-২ গেমে এগিয়ে থাকার পরেও চারটি সেট পয়েন্ট রক্ষা করেন প্লিসকোভা। কিন্তু ডাবল ফল্টে সুবাদে কুজনেতসোভা ৬-৫ গেমে এগিয়ে যান। এবং পরবর্তীতে ফোরহ্যান্ড শটে সেট নিজের করে নেন।
রাশিয়ান তারকা ভেসনিনা গত বছর উইম্বলডনের সেমিফাইনালে খেলেছেন। ৩০ বছর বয়সে তিনি র্যাঙ্কিংয়ের ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন। ২০১৬ রিও অলিম্পিকে তিনি ডাবলসে স্বর্ণ পদক জয় করেন। আর এর ফলে বড় ম্যাচে সাফল্যের ব্যপারে তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেন। ম্যাচ শেষে ভেসনিনা বলেছেন, বড় ম্যাচে নিজেকে সঠিক পথে রাখাটা অনেক সময় সম্ভব হয়না। কিন্তু আজকের ম্যাচের পরে আমি দারুণ সন্তুষ্ট। পুরো ম্যাচেই আমি দারুণ আত্মবিশ্বাসী ছিলাম। ফাইনালে কথা কখনই মাথায় আনিনি। সবসময় আমি প্রতিটি ম্যাচেই গুরুত্ব দেই, তারপর অন্য ম্যাচের কথা ভাবি। সুপার স্পোর্টস/বাসস
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel