
অনলাইন ডেস্ক: | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট | 845 বার পঠিত
নিজেদের শততম টেস্টের প্রথম সেশনটা অসাধারণ কাটাল বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগেই ৭০ রানে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা।
টস হেরে বুধবার ঐতিহাসিক এই টেস্টে ফিল্ডিংয়ে নামে মুশফিক-সাকিবরা। কুশল মেন্ডিস ও উপুল থারাঙ্গাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। বাকি দুই উইকেট ভাগাভাগি করেন মুস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়।
কলম্বোর পি সারা ওভালে সিরিজে ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ‘ফিজ’। নবম ওভারে দিমুথ করুণারত্নেকে মিরাজের তালুবন্দি করেন ‘কাটার মাস্টার’।
এরপর নিজের তৃতীয় ও পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন মিরাজ। ইনিংসের ১২তম ওভারে মিরাজের বলে কুশল মেন্ডিসকে (৫) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মুশফিকুর রহিম। ১৬তম ওভারের দ্বিতীয় বলে উপুল থারাঙ্গাকে ফেরান মিরাজ। দুর্দান্ত এক ক্যাচে তাকে দ্বিতীয় দফায় উদযাপনের সুযোগ এনে দেন সৌম্য সরকার।
ইনিংসের ২৮তম ওভারে আসেলা গুনারত্নেকে সাজঘরে ফেরান শুভাশীষ রায়।
টেস্টে মাইলফলকের এ ম্যাচে সেরা একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাইজুল ইসলাম। অভিষেক হচ্ছে মোসাদ্দেক হোসেনের। ফর্মহীনতায় বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
গল টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৫৯ রানে হার মানতে হয় টাইগারদের। সেই হতাশা ভুলে এবার কলম্বোয় ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
২০০০ সালের নভেম্বরে টেস্ট আঙিনায় পা রেখেছিল বাংলাদেশ। ১৬ বছর ৪ মাস ৬ দিন পর টেস্টের নবীনতম সদস্য দলটি দ্রততম সময়ে খেলছে শততম টেস্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুণারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসিলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, লক্ষণ সান্দাকান।
Posted ৩:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel