শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

এনা অনলাইন :   শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২ 12800
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি। বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তি।

টি টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা আট দলের মধ্যে থাকায় সুপার টুয়েলভে সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি মূলপর্বে।

আগামী ১৩ই অক্টোবর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে টাইগারদের প্রথম ম্যাচ ২৪শে অক্টোবর। হোবার্টে তাদের প্রতিপক্ষ বাছাই পর্বের ‘এ’ গ্রুপ রানার্সআপ।

২৭শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিডনিতে। ৩০শে অক্টোবর ব্রিসবেনে গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়নের মুখোমুখি হবে টাইগাররা।

এরপর ২রা নভেম্বর অ্যাডিলেডে ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ৬ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে অ্যাডিলেডে।

এদিকে, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩শে অক্টোবর মেলবোর্নে।

অন্যদিকে, গ্রুপ-১ গড়া হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার্স আপ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানকে নিয়ে।

এর আগে ‘প্রাথমিক পর্বের’ লড়াইয়ে খেলতে হবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের।

আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ই নভেম্বর।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জানুয়ারি ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997