
এনা অনলাইন : | বুধবার, ০২ জুন ২০২১ | প্রিন্ট | 268 বার পঠিত
বাংলাদেশ বিমানবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান। তিনি বর্তমান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার (১ জুন) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে আগামী ১২ জুন অপরাহ্নে এয়ার মার্শাল পদে পদোন্নতি পূর্বক ওই দিন অপরাহ্ন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Posted ১২:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ জুন ২০২১
America News Agency (ANA) | ANA