মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অধিনায়ক হিসেবে প্রথম কোপা জয়কে ‘বিশেষ’ হিসেবে দেখছেন মেসি

এনা অনলাইন :   |   রবিবার, ১৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   265 বার পঠিত

অধিনায়ক হিসেবে প্রথম কোপা জয়কে ‘বিশেষ’ হিসেবে দেখছেন মেসি

মৌসুমের প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো বার্সেলোনা। অধিনায়ক হিসেবে প্রথমবার কোপা দেল রে শিরোপা উদযাপন করেন লিওনেল মেসি। শনিবার রাতে আতলেটিকো বিলবাওকে হারিয়ে রেকর্ড ৩১তম শিরোপা জিতেছে কাতালানরা। দলের দুর্দান্ত জয়ে জোড়া গোল করেন মেসি। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জয়কে পর মেসি জানালেন, ‘এমন একটি দলের অধিনায়ক হওয়া বিশেষ অনুভূতির মতো’।

কোপা দেল রে’র ইতিহাসে সবচেয়ে সফল দল বার্সেলোনা। কিন্তু গত দুই-আড়াই বছরে শিরোপাটি ছোঁয়া তাদের। অবশেষে চলতি মৌসুমে সেই অপেক্ষা গুছিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। দলের এমন জয়ে বেজায় খুশি মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে মেসিকে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে।

ম্যাচ শেষে বার্সা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আজকে খুব আনন্দের একটি দিন। এমন একটা দলের অধিনায়ক হতে পারা সবসময়ই বিশেষ অনুভূতি, যেখানে আমি সারাজীবন ধরে খেলছি। এই শিরোপাও বিশেষ। কারণ অনেক তরুণ খেলোয়াড়দের নিয়ে আমরা একটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছি। দলটা বেড়ে উঠছে এবং লা লিগার জন্য লড়ছে।’

করোনা সংক্রমণের কারণে দর্শকশূন্য মাঠে খেলতে হয়েছে মেসিদের। ফলে দলের এমন একটি শিরোপা উৎসব ক্লাব সমার্থকদের সঙ্গে উদযাপন করতে না পারার আক্ষেপ জানিয়ে মেসি আরও বলেন, ‘এটি আমাদের সমর্থকদের সাথে উদযাপন করতে না পারাটা দুঃখের বিষয়। পরিস্থিতি এমন যে আমাদের এর সাথে বাঁচতে হবে। কোপা সর্বদা বিশেষ এবং সমার্থকরা প্রচুর উপভোগ করেন।’

Facebook Comments Box

Comments

comments

Posted ২:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ এপ্রিল ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997