
এনা অনলাইন : | সোমবার, ০৮ জুন ২০২০ | প্রিন্ট | 326 বার পঠিত
অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল। রোববার শুরু হওয়া মাসব্যাপী অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবীসহ ২২ ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি; বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফগানিস্তানের গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই অনুশীলন শুরু করেছে দলটি। এর আগে শনিবার করোনা প্রতিরোধে একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। টানা একমাস চলবে অনুশীলন। ক্যাম্পে ডাকা হয়েছে ২২ জন ক্রিকেটারকে।
মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে দলটি। শেষ পর্যন্ত বিশ্বকাপ না হলেও, নভেম্বরে একটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফর করবে আফগানরা। সে লক্ষ্যেই ব্যাটিং-বোলিংয়ে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার কাজ শুরু করেছেন নবী-রশিদরা।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
America News Agency (ANA) | Payel