
ঢাকা : | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট | 872 বার পঠিত
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বিবেচনায় ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচত হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এছাড়া ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা জিতে নেন ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার।
মাহমুদুল্লাহ ও সৌম্য সরকারকে টপকে ২০১৫ সালে সেরা ক্রীড়াবিদ হয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ২০১৫ সালের সেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ পুরষ্কার গ্রহণ করেন ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের হাত থেকে।
সেরা দাবাড়– ফাহাদ রহমানের পক্ষে তার ভাই পুরষ্কার গ্রহণ করেন। এছাড়া সেরা আর্চার তামিমুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ সারোয়ার জামান নিপু (ফুটবল), সেরা সংগঠক ইউসুফ আলী, বর্ষসেরা কোচ সৈয়দ গোলাম জিলানী (ফুটবল), বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের পক্ষে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর উপস্থিত থেকে পুরষ্কার গ্রহণ করেন। প্রয়াত আমিনুল হক মনির পক্ষে বিশেষ সম্মাননা নিয়েছেন তার ভাই মোজাম্মেল হক মুক্তা।
এদিকে তামিম ইকবাল ও আশরাফুল ইসলামকে পেছনে ফেলে ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলা। এছাড়া সেরা ক্রিকেটার তামিম ইকবাল, সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, সেরা হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম, সেরা শ্যুটার শাকিল আহমেদ, সেরা ভলিবল খেলোয়াড় সাঈদ আল জাবির, উদীয়মান ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পুরষ্কার নিয়েছেন।
উদীয়মান নারী ক্রীড়াবিদ কৃষ্ণা রানী সরকারের পক্ষে তার বাবা ও মা পুরষ্কার গ্রহণ করেন। সেরা কোচ গোলাম রব্বানী ছোটনের পুরষ্কারটি নেন তার স্ত্রী। সেরা সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে পুরষ্কার তুলে দেয়া হয়।
সেরা সংস্থা বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষে সহকারী নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিারল এম শাহীন ইকবাল এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি।
এছাড়াও দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
সোমবার অনুষ্ঠান উপলক্ষ্যে বর্তমান-সাবেক খেলোয়াড়দের মিলনমেলা বসেছিল। ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ক্রিকেট বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক ফুটবলার ও ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, সহ সভাপতি বাদল রায়, কায়সার হামিদ, দাবার গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, নারীদের আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল সহ অনেক ক্রীড়াবিদ, সংগঠক, কোচ, আম্পায়ার, রেফারি উপস্থিত ছিলেন।
Posted ১:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel