
অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 812 বার পঠিত
এক মাসেরও কম সময়ের ব্যবধানে ফের বেড়েছে স্বর্ণের দাম।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৬৪ টাকা দরে। গত ১৪ জানুয়ারি থেকে এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৪৬ হাজার ৭৩ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি ভরিতে এ মানের স্বর্ণের দাম ৯৯১ টাকা বেড়েছে।
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে নতুন দর কার্যকর হবে।
২২ ক্যারেটের স্বর্ণের পাশাপাশি দাম বেড়েছে ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণেরও। বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৩২ টাকা থেকে ৯৩৩ টাকা বেড়ে ৪৪ হাজার ৯৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ৯৯২ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রি হবে ৩৯ হাজার ৪৮৩ টাকায়। বুধবার পর্যন্ত এ মানের স্বর্ণ ভরিপ্রতি ৩৮ হাজার ৪৯১ টাকায় বিক্রি হচ্ছে।
সনাতন পদ্ধতির স্বর্ণের দামও বৃহস্পতিবার থেকে বাড়ছে। নতুন দর অনুযায়ী এ মানের স্বর্ণ ভরিপ্রতি ২৫ হাজার ৭৮ টাকা থেকে বেড়ে ৫৮৩ টাকা বেড়ে ২৫ হাজার ৬৬১ টাকায় বিক্রি হবে।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও ভরিপ্রতি রুপার দাম এক হাজার ১০৮ টাকায় অপরিবর্তিত রয়েছে।
Posted ১:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel