
অনলাইন ডেস্ক : | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 968 বার পঠিত
জাতীয় প্রেস ক্লাবের উন্নয়ন কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। ক্লাবের অতিথি লাউঞ্জের অভ্যন্তরীণ সাজসজ্জা এবং প্রেস ক্লাব লনের সংস্কার কাজের জন্য ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ২১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, প্রেস ক্লাবের টিভি লাউঞ্জের জন্য ওয়ালটন ব্র্যান্ডের ৫৫ ইঞ্চির একটি এলইডি টেলিভিশন উপহার হিসেবে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এর হাতে চেক এবং টেলিভিশন সেট তুলে দেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
জাতীয় প্রেস ক্লাবের অতিথি কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির কার্য-নির্বাহী পরিষদের সদস্য মোল্লা জালাল, ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এবং দি নিউজ টুডে’র সিনিয়র সাব এডিটর এনায়েত ফেরদৌস, ওয়ালটন গ্রুপের সহকারি পরিচালক রবিউল ইসলাম মিল্টনসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
Posted ৯:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel