
অনলাইন ডেস্ক : | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 961 বার পঠিত
গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশে রেমিটেন্সের প্রবাহ সামান্য কমেছে। আগস্ট মাসে রেমিটেন্স এসেছিলো ১ হাজার ১৮৩ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার। সেপ্টেম্বরে এসেছে ১ হাজার ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। খবর বাংলাদেশ ব্যাংক সূত্রের।
শুধু তাই নয়, মাসিক রেমিটেন্স প্রবাহের তালিকায় দেখা যায়, গত বছরের একই মাসের চেয়ে গত সেপ্টেম্বরে রেমিটেন্স কম এসেছে। গত বছরের সেপ্টেম্বরে এসেছিলো ১ হাজার ৩৪৯ দশমিক শূন্য ৬ মিলিয়ন মার্কিন ডলার।
প্রবাসী বাংলাদেশীরা প্রাইভেট ব্যাংকিং চ্যানেল বেশি ব্যবহার করেছে। তারা এ সময় ৭১২ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার এসব চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি বাণিজ্যিক ব্যাংক অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল-এ রেমিটেন্স আসে ৩০৮ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। আর রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি বিশেষায়িত ব্যাংকে আসে ১১ মিলিয়ন মার্কিন ডলার।
প্রবাসী বাংলাদেশীরা বিদেশী বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১০ দশমিক ৯৪ মিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়।
প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে রেমিটেন্স আসে ২৫২ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর ডাচ-বাংলা ব্যাংকের মাধ্যমে আসে ৪৮ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১৩ দশমিক ৯০ মিলিয়ন ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৮৩ দশমিক ১৮ মিলিয়ন, রূপালী ব্যাংকের মাধ্যমে ১৮ দশমিক ৬৯ মিলিয়ন ডলার এবং সোনালী ব্যাংকের মাধ্যমে ৯৩ দশমিক শূন্য ৯ মিলিয়ন ডলার রেমিটেন্স আসে।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel