সোমবার ১২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে জমজমাট পশুর হাট

ঢাকা :   |   মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭   |   প্রিন্ট   |   737 বার পঠিত

শেষ মুহূর্তে জমজমাট পশুর হাট

আসন্ন আগামী শনিবার পবিত্র ঈদ উল আযহা। এই ধর্মীয় উৎসব পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে বগুড়া জেলাসহ গাবতলীতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। গত বছরের তুলনায় এ বছরে বিদেশী গরু-ছাগল আমদানি হলেও দেশী গরু-ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। বেশির ভাগ ক্রেতা কিনছেন দেশী গরু-মহিষ ও ভেড়া-ছাগল। কিন্তু আশানুরুপ মূল্য না পাওয়ায় হতাশ হচ্ছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। কিন্তু তারপরও দূর-দূরান্ত থেকে আসা অনেক ক্রেতা-বিক্রেতা’র সমাগমে জমে উঠছে পশুর হাটগুলো।

মঙ্গলবার কাগইল করুণা কান্ত উচ্চ বিদ্যালয় মাঠে পশুর হাটে ব্যাপক বেচাকেনা হয়েছে। পছন্দ মতে ক্রয়-বিক্রয় করেছে সবাই। গরু’র দামটা একটু বেশি হলেও ছাগলের দাম ছিল তুলনামূলকভাবে কম। দাম কম হলেও ব্যবসায়ীসহ খামারিরা বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এতে করে কিছুটা হলেও ব্যবসায়ীদের লাভ কম হচ্ছে বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী আইনুল হক।

উপজেলার কাগইল, পীরগাছা, ডাকুমারা, সুখানপুকুর, কদমতলী, নাড়–য়ামালা, মহিষাবান, পেরীহাট, দূর্গাহাটা, তরুনীহাট ও বাগবাড়ী পশুর হাট জমে উঠেছে। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক পশুর হাট বসেছে। কাগইল হাট ইজারাদার মোঃ দুলাল আকন্দ ও হাটের পরিচালক কাগইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিকরাইল ইসলাম জানান, এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ফলে তারা স্থানীয় কাগইল হাট থেকে কোরবানির জন্য পশু কিনেছেন। বেচা কেনাও ভালো হয়েছে।

ক্রেতা মেহেদী হাসান নয়ন জানান, ১০ হাজার ৫ শ’ টাকায় একটি ছাগল কিনেছি। কমটা কম ছিল। কাগইল পশুর হাট নিয়মিত হলে হাট আরো জমে যাবে।

খামারি রাকিব হাসান জানান, পশু লালন পালন করতে যে টাকা খরচ হয়েছে। এখন সে টাকাও উঠছে না। এদিকে গরু ব্যবসায়ীরা জানান ভিন্ন কথা তারা বলেন, এ বর্ষায় চারদিকে বন্যা হওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও গতবোরো মৌসুমে কৃষকরা ধানের ন্যায্যমূল্যে না পাওয়া সেই প্রভাব পড়েছে পশুর হাটে।

এদিকে পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কেউ জেন প্রতারণা করতে না পারে সে জন্য জাল টাকার শনাক্তকরণে স্থানীয় ব্যাংকগুলো শনাক্তকরণ মিশিন বসানো হয়েছে।

পশুর স্বাস্থ্য নিশ্চিত করতে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা ও ভেটানারি সার্জন ডাঃ মোঃ একরামুল হক মন্ডলের নেতৃত্বে কোরবানি পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। এ কাজে সহযোগিতা করছেন ভিএফএ ও স্বেচ্ছাসেবকরা। কাগইল ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত কৃত্রিম প্রজনন সহকারী মোঃ জাহিদুল ইসলাম জানান, কাগইল পশুর হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তদারকি করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত ছিলাম। ক্রেতাদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।

এবিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা জানান, গাবতলীতে ভেটেরিনারি ২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। মেডিক্যাল টিম বিভিন্ন পশুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে কোরবানির জন্য সকল পশু সুস্থ সবল ও রোগমুক্ত রয়েছে কি না সে জন্য পরীক্ষা ও তদারকি করা হচ্ছে।

এদিকে হাটগুলোর নিরাপত্তা দেয়া জন্য মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। হাটে গরু চোর ও নকল (জাল) টাকা শনাক্তকরণে (প্রতিরোধে) গাবতলী মডেল থানা ওসি মোঃ খায়রুল বাসার জানান, আমরা গাবতলীর বিভিন্ন পশুর হাট-বাজারে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।

এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সু-শৃংঙ্খল ভাবে হাটে কোরবানির পশু বেচা কেনার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশাকরছি সবাই সুন্দরভাবে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করতে পারবেন। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন হাটে আসা একটি গরুর দাম সর্বনিন্ম ৪০-৪৫ হাজার টাকা। আর সর্বোচ্চ দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। ছোট আকৃতির গরুর দাম ৪০/৪৫ থেকে ৫০/৫৫ হাজার টাকায় চাচ্ছেন ব্যবসায়ীরা। আর মাঝারি আকৃতির গরু প্রতিটির দাম ৬০/৬৫ থেকে ৮০/৮৫ হাজার টাকা। বড় আকৃতির গরুর দাম ১ লাখ টাকার ওপরে। ১ থেকে ৩ লাখ টাকার মধ্যে বেশি গরুর সরবরাহ। তবে এর চেয়ে বেশি দামেরও গরু রয়েছে। রাজধানীর মেরাদিয়া ও গাবতলী হাটে ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ টাকার অনেক গরুরও দেখা মিলেছে। মেরাদিয়া হাটে একটি গরুর দাম ১২ লাখ টাকা হেঁকেছেন একজন ব্যবসায়ী। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন, আলোচনায় আসার জন্য ওই ব্যবসায়ী গরুটির দাম ১২ লাখ টাকা হেঁকেছেন। ওই গরুটির দাম হবে সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকা।

ডিএসসিসির পশু হাট : মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা ও শ্যামপুর বালুর মাঠ। এছাড়া সামসাবাদ মাঠ (আরমানিটোলা সংলগ্ন), কাউয়ার টেক (সাদেক হোসেন খোকা মাঠ), হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন মাঠ, পোস্তগোলা শিল্প এলাকার খালি জায়গা, লালবাগ বেড়িবাঁধ সংলগ্ন খালি জায়গা ও গোলাপবাগ মাঠ।

ডিএনসিসির পশু হাট : গাবতলী পশুর হাট (স্থায়ী), উত্তরা ১৫ নম্বর সেক্টরের প্রথম গোল চত্বর সংলগ্ন খালি জায়গা, ভাটারা (সাঈদ নগর) পশুর হাট, বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের (আফতাবনগর) পূর্বাংশের খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন পুলিশ লাইনের খালি জায়গা, মিরপুর-সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, মিরপুর ডিওএইচএস সংলগ্ন সংলগ্ন ফাঁকা জায়গা ও খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরার প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা জায়গা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997