
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ২৩ মে ২০১৭ | প্রিন্ট | 751 বার পঠিত
ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধ শতাধিক
এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ। অন্তত দুটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ।
মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দে ম্যানচেস্টার এরিনাতে তার কনসার্ট কেবল শেষ করার পর যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এর পরই ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বিস্ফোরণে তিনি কয়েক মিটার দূরে আছড়ে পড়েন।
ম্যানচেস্টার এরিনার কাছেই ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশ ওই এলাকা থেকে মানুষজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র : বিবিসি
Posted ৪:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০১৭
America News Agency (ANA) | Payel