
অনলাইন ডেস্ক : | শনিবার, ২০ মে ২০১৭ | প্রিন্ট | 708 বার পঠিত
দ্বিতীয় দফায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হবার পথে রয়েছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি । দেশটিতে আজ অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ খবর জানা গেছে।
গণনা সম্পন্ন হওয়া ২৬ মিলিয়ন ভোটের মধ্যে তিনি ১৪.৬ মিলিয়ন ভোট লাভ করেন যা মোট ভোটের অর্ধেকের বেশি, জানিয়েছে দেশটির রাষ্ট্রিয় টিভি চ্যানেল।
অপর দিকে, তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রাইসি নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনছেন। তিনি অভিযোগে বলেছেন, রুহানির সমর্থরা ভোটে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে।
খবরে বলা হয়েছে ২ দফা ভোট এড়াতে রুহানিকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হত। এদিকে, অধিক ভোটার উস্থিতির আশায় নির্বাচনে ৫ ঘন্টা সময় বাড়ানো হয়েছিল।
দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনে ৪০ মিলিয়নের বেশি ভোট পড়েছে। নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ‘অনুরোধ’ ও ‘উৎসাজনক’ ভোটার উপস্থিতির কারণে নির্বাচনে সময় বৃদ্ধি করা হয়েছিল । সূত্র: বিবিসি
Posted ৪:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০১৭
America News Agency (ANA) | Payel