মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

ঢাকা :   |   সোমবার, ০৮ মে ২০১৭   |   প্রিন্ট   |   672 বার পঠিত

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। আর মাত্র ১৮ থেকে ১৯ দিন পর শুরু হবে সিয়াম সাধনার এই মাস। এরইমধ্যে রমজানে অফিস সময় নির্ধারণ করেছে সরকার।পবিত্র রমজান মাসে অফিস সময় শুরু হবে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি ঠিক করা হয়।শফিউল আলম বলেন, রমজান মাসে মানুষের চলাচলের সুবিধার্থে অফিস সূচি দেড় ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। সব সরকারি প্রতিষ্ঠানে অফিস শুরু হবে সকাল ৯টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।তিনি বলেন, বছরের অন্য সময় দুপরের ১ ঘণ্টা বিরতি থাকলেও রমজানে তা থাকছে না। পবিত্র এ মাসে বিরতি থাকবে দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত।মন্ত্রিপরিষদ সচিব বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আসছে ২৭ বা ২৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু রমজান মাসে সেটি পরিবর্তন হবে। অফিস সময় দেড় ঘণ্টা কমে আসবে।হিজরি ১৪৩৮ সালের পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই সময় ধরে চলবে। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতামুক্ত থাকবে।এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997